<p><span style="font-size:11pt"><span style="font-family:"Calibri","sans-serif""><span style="font-size:14.0pt"><span style="font-family:SolaimanLipi">ক্রীড়া প্রতিবেদক : মিরপুর টেস্টের প্রথম দিনে সব মিলিয়ে ১৬টি উইকেট পড়েছে। এশিয়ায় হওয়া কোনো টেস্ট ম্যাচের প্রথম দিনে এত বেশি উইকেট পড়ার ঘটনা আছে মোটে দুটি। উইকেটের যে অবস্থা তাতে আজ দ্বিতীয় দিনে ম্যাচের ফল বেরিয়ে গেলেও অবাক হওয়ার কিছু থাকবে না। প্রথম ইনিংসে বাংলাদেশ ১০৬ রানে গুটিয়ে গেলে ৬ উইকেট হারিয়ে ১৬০ রান সংগ্রহ করে দক্ষিণ আফ্রিকা। ৩৪ রানে এগিয়ে থাকা প্রোটিয়ারা বাস্তবতা মেনে খুব বেশি দূরে চোখ রাখছে না। ১০০ রানের লিড পেলেই খুশি হবে বলে জানালেন সফরকারী পেসার কাগিসো রাবাদা, </span></span><span style="font-size:14.0pt"><span style="font-family:"Times New Roman","serif"">‘</span></span><span style="font-size:14.0pt"><span style="font-family:SolaimanLipi">যদি এটাকে ১০০ পর্যন্ত নিয়ে যেতে পারি তাহলে ব্যাপারটা দারুণ হবে। আশা করি, আমরা সেখানে যেতে পারব।</span></span><span style="font-size:14.0pt"><span style="font-family:"Times New Roman","serif"">’</span></span></span></span></p> <p><span style="font-size:11pt"><span style="font-family:"Calibri","sans-serif""><span style="font-size:14.0pt"><span style="font-family:SolaimanLipi">টেস্টে এমন উইকেট আদর্শ কি না, সে প্রশ্ন উঠল গতকাল রাবাদার সংবাদ সম্মেলনে। কোনো রাখঢাক না রেখেই তিনি বললেন, </span></span><span style="font-size:14.0pt"><span style="font-family:"Times New Roman","serif"">‘</span></span><span style="font-size:14.0pt"><span style="font-family:SolaimanLipi">উইকেটের আচরণ দেখে আমরা অবাক হয়েছি।</span></span><span style="font-size:14.0pt"><span style="font-family:"Times New Roman","serif"">’</span></span><span style="font-size:14.0pt"><span style="font-family:SolaimanLipi"> বোলারদের জন্য আদর্শ উইকেটে দুই সতীর্থ উইয়ান মুল্ডার ও কেশব মহারাজের সমান ৩টি উইকেট পেয়েছেন রাবাদা। মুশফিকুর রহিমকে নিজের প্রথম শিকার বানিয়ে দারুণ এক রেকর্ড গড়েন এই ডানহাতি পেসার। ষষ্ঠ প্রোটিয়া বোলার হিসেবে টেস্টে ৩০০ উইকেটের মাইলফলক স্পর্শ করেছেন রাবাদা। তবে একটিতে সবাইকে ছাপিয়ে গেছেন, পাকিস্তানের সাবেক স্পিড স্টার ওয়াকার ইউনুসের সমান ৬৫ ম্যাচ খেললেও সবচেয়ে কম বলে (১১,৮১৭) এই ক্লাবে নাম লিখিয়েছেন দক্ষিণ আফ্রিকার এই ফাস্ট বোলার।</span></span></span></span></p>