<p style="text-align:left"><span style="font-size:10pt"><span style="font-family:Kantho"><span style="color:black"><strong><span style="font-size:14.0pt"><span style="font-family:SolaimanLipi">ঘটনার</span></span></strong><span style="font-size:14.0pt"><span style="font-family:SolaimanLipi"> সূত্রপাত ভারতীয় ধারাভাষ্যকার মুরালি কার্তিকের কথা থেকে। চলমান বাংলাদেশ-ভারত টেস্টের তৃতীয় দিন ধারাভাষ্য দেওয়ার সময় সাকিব আল হাসানের আঙুলের অস্ত্রোপচারের বিষয়টি সামনে আনেন কার্তিক। খেলা শুরুর আগে তাঁর সঙ্গে কথা হয় সাকিবের। তখন সাকিবের আঙুলে অস্ত্রোপচারের বিষয়টি জানতে পারেন কার্তিক।</span></span></span></span></span></p> <p style="text-align:left"><span style="font-size:10pt"><span style="font-family:Kantho"><span style="color:black"><span style="font-size:14.0pt"><span style="font-family:SolaimanLipi">মূলত কার্তিক নিজেই সাকিবের কাছে জানতে চান, কেন তিনি কম বোলিং করছেন? ভারতের প্রথম ইনিংসে ৫৩তম ওভারে বোলিংয়ে এসে মাত্র ৮ ওভার বল করেন সাকিব। সাকিবের সঙ্গে আলোচনা নিয়ে কার্তিক বলছিলেন, </span></span><span style="font-size:14.0pt"><span style="font-family:"Times New Roman","serif"">‘</span></span><span style="font-size:14.0pt"><span style="font-family:SolaimanLipi">তাকে (সাকিব) আমি দীর্ঘদিন ধরে চিনি। তাকে জিজ্ঞেস করেছিলাম, কী কারণে সে কম বোলিং করছে? সে আমাকে যা বলেছে, তা একজন স্পিনার হিসেবে আমি বুঝতে পারছি। তার বাঁ হাতের স্পিনিং ফিঙ্গারে একটা অস্ত্রোপচার করা হয়েছে। সেটি এখন ফুলে গেছে, শক্ত হয়ে আছে। ওই আঙুলে সে বলের অনুভূতিটাও পাচ্ছে না। স্পিনার হিসেবে বলের অনুভূতিটা দরকার। এ ছাড়া তার কাঁধেও অস্বস্তি আছে।</span></span><span style="font-size:14.0pt"><span style="font-family:"Times New Roman","serif"">’</span></span></span></span></span></p> <p style="text-align:left"><span style="font-size:10pt"><span style="font-family:Kantho"><span style="color:black"><span style="font-size:14.0pt"><span style="font-family:SolaimanLipi">তবে প্রশ্ন উঠছে, টানা খেলার মধ্যে থাকা সাকিব আঙুলের অস্ত্রোপচার করালেন কখন? এ নিয়ে অবগত নন বিসিবির প্রধান চিকিৎসক দেবাশীষ চৌধুরীও। তিনি বলেছেন, </span></span><span style="font-size:14.0pt"><span style="font-family:"Times New Roman","serif"">‘</span></span><span style="font-size:14.0pt"><span style="font-family:SolaimanLipi">এটা আসলে আমি বুঝতে পারছি না। ও আমাদের কাছে আঙুল নিয়ে কোনো অভিযোগ করেনি। ওর আঙুলে প্রথম অস্ত্রোপচার হয়েছিল ২০১৮ সালে। এরপর গত ওয়ানডে বিশ্বকাপে শ্রীলঙ্কা ম্যাচের সময় একটা চিড় ধরেছিল। এখন তো ও টানা খেলার মধ্যেই আছে।</span></span><span style="font-size:14.0pt"><span style="font-family:"Times New Roman","serif"">’</span></span><span style="font-size:14.0pt"><span style="font-family:SolaimanLipi"> ঘটনা যেটাই হোক, এই মুহূর্তে সাকিবের আঙুলের অস্ত্রোপচার রহস্যের জন্ম দিয়েছে! তবে দেবাশীষের মতে, কোনো কারণে সাকিব হয়তো আঙুলে অস্বস্তি অনুভব করে থাকতে পারেন।</span></span></span></span></span></p>