<p>ক্রীড়া প্রতিবেদক : একপ্রকার নিশ্চিতই হয়ে গেছে বাংলাদেশ প্রিমিয়ার লিগের (বিপিএল) সবচেয়ে সফল দল কুমিল্লা ভিক্টোরিয়ান্স আসন্ন মৌসুমে অংশ নিচ্ছে না। ফাঁকা থাকা এই জায়গায় দল নিতে আগ্রহ দেখিয়েছে ওরিয়ন গ্রুপ। এর আগেও বিপিএলের সঙ্গে ছিল প্রতিষ্ঠানটি। ২০১২ ও ২০১৩ সালে দুই মৌসুম খুলনা রয়েল বেঙ্গলের মালিকানা কিনেছিল তারা। এবার খুলনার দল থাকায় কুমিল্লার প্রতিনিধিত্ব করতে চায় ওরিয়ন। বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) সভাপতি ফারুক আহমেদের সঙ্গেও সাক্ষাৎ করেছেন তাদের দুজন প্রতিনিধি।</p> <p>বিপিএলে দল নিতে আগ্রহ প্রকাশ করেছে আরো বেশ কয়েকটি প্রতিষ্ঠান। এর মধ্যে রয়েছে এসকিউ স্পোর্টস। বিপিএলের প্রথম দুই আসরে চট্টগ্রাম কিংস নামে অংশ নিয়েছিল তারা। এবারও চট্টগ্রামের ফ্র্যাঞ্চাইজি নিতে চায় প্রতিষ্ঠানটি। তবে চট্টগ্রাম চ্যালেঞ্জার্স থেকে যাওয়ায় এসকিউ স্পোর্টসের ফেরার সম্ভাবনা কম।</p> <p>এদিকে গতকাল আনুষ্ঠানিকভাবে বিপিএল থেকে নিজেদের নাম প্রত্যাহার করে নিয়েছে দুর্দান্ত ঢাকার ফ্র্যাঞ্চাইজি নিউটেক্স গ্রুপ।</p> <p> </p>