<p><span style="font-size:11pt"><span style="font-family:"Calibri","sans-serif""><strong><span style="font-size:14.0pt"><span style="font-family:SolaimanLipi">ক্রীড়া প্রতিবেদক : </span></span></strong><span style="font-size:14.0pt"><span style="font-family:SolaimanLipi">চাংলিমিথাং</span></span><span style="font-size:14.0pt"><span style="font-family:SolaimanLipi"> স্টেডিয়ামে ভুটান-বাংলাদেশ খেলছিল ঠিকই, তবে সফরকারীদের লড়তে হচ্ছিল আরেকটা বাড়তি প্রতিপক্ষের বিপক্ষে, সেটি সমুদ্রপৃষ্ঠ থেকে ভেন্যুর উচ্চতা। হাভিয়ের কাবরেরার দলের সৌভাগ্যই বলতে হবে যে শুরুতে একটা বল ভুটানের জালে ঠেলে দিতে পেরেছিল তারা। থিম্পু সমুদ্রপৃষ্ঠ থেকে সাড়ে সাত হাজার ফুট উঁচুতে। এমন উচ্চতায় খেলার অনভ্যাসের কারণে ন্যূনতম ব্যবধানে এগিয়ে থাকার আত্মতৃপ্তিতে ভোগার কোনো সুযোগ নেই। বাংলাদেশ তেমন ভুল করেওনি। এক গোলের অগ্রগামিতা ধরে রেখেই মাঠ ছেড়েছে বাংলাদেশ। ম্যাচের ষষ্ঠ মিনিটে গোলটি করেন শেখ মোরসালিন।</span></span></span></span></p> <p><span style="font-size:11pt"><span style="font-family:"Calibri","sans-serif""><span style="font-size:14.0pt"><span style="font-family:SolaimanLipi">এর আগের ১৪ বারের দেখায় যে একবার থিম্পুর এই মাঠে মুখোমুখি হয়েছিল দুই দল, তাতে হেরেছিল বাংলাদেশ। কাবরেরার অধীনে দ্বিতীয় দেখায়ই প্রথম জয় তুলে নিয়েছে বাংলাদেশ, হোক সেটি ন্যূনতম ব্যবধানে। মোরসালিনের গোলটি ডান দিক থেকে রাকিব হোসেনের পাঠানো অসাধারণ একটি ক্রস থেকে, যে ক্রস থামাতে গিয়েও পারেননি ভুটানের গোলরক্ষক ধেনদুপ শেরিং। তাঁর হাত ছিটকে বেরিয়ে আসা সেই বল একেবারে সামনে থেকে জালে পাঠিয়েছেন মোরসালিন। রাকিব ও ফয়সাল আহমেদকে দুই প্রান্তে রেখে ৪-৩-৩ ছকে মোরসালিনকে সামনে খেলিয়েছেন কাবরেরা। শুরুতেই নিজের সেই কাজটা করে দিয়েছেন তরুণ তারকা। গত বছর জাতীয় দলে অভিষেকের পর এটি তাঁর পঞ্চম গোল। </span></span></span></span></p> <p><span style="font-size:11pt"><span style="font-family:"Calibri","sans-serif""><span style="font-size:14.0pt"><span style="font-family:SolaimanLipi">বাংলাদেশ এগিয়ে যাওয়ার পর থেকে পুরো সময় বলের পেছনে থেকে খেলেছে, একবারের জন্যও প্রেসিংয়ে যায়নি। মাঝমাঠে ভুটানের কাছ থেকে বল কেড়ে নিয়েই যা কিছু আক্রমণ হচ্ছিল। এমন কৌশলের কারণ আন্দাজ করা যায়, যতটা সম্ভব দম ধরে রাখা। সেভাবে ভুটানিদের ভালোভাবেই সামলেছেন কাবরেরার শিষ্যরা। বিপদ যে চোখ রাঙায়নি, তা নয়। ১৯ মিনিটের সময় নিচ থেকে লম্বা বল পেয়ে বক্সের ভেতর থেকে ভলি নিয়েছিলেন ওয়াংদি নিমা, মিতুল মারমা এগিয়ে তা </span></span><span style="font-size:14.0pt"><span style="font-family:"Times New Roman","serif"">‘</span></span><span style="font-size:14.0pt"><span style="font-family:SolaimanLipi">ব্লক</span></span><span style="font-size:14.0pt"><span style="font-family:"Times New Roman","serif"">’</span></span><span style="font-size:14.0pt"><span style="font-family:SolaimanLipi"> করেন। তা থেকে কর্নার আর কর্নার থেকে ইয়েশি গেলেসনের শট বেরিয়ে যায় পোস্ট ঘেঁষে। ভুটান ৩-৪-৩ ছকে খেলছিল, তবে একক স্ট্রাইকার হিসেবে দিলীপ মঙ্গার সেভাবে বলে পা ছোঁয়াতে পারেননি। বাঁ দিক দিয়ে কিংগা ওয়াংচুক বরং বিশ্বনাথ ঘোষকে যথেষ্ট ব্যস্ত রেখেছিলেন।</span></span></span></span></p> <p><span style="font-size:11pt"><span style="font-family:"Calibri","sans-serif""><span style="font-size:14.0pt"><span style="font-family:SolaimanLipi">দ্বিতীয়ার্ধে কর্নার থেকেই দিলীপ সহজ সুযোগ নষ্ট করেন ফাঁকায় থেকে বল বাইরে মেরে। পায়ে চোট পেয়ে এই অর্ধের শুরুতেই মাঠ ছেড়েছিলেন রাকিব। শাহরিয়ার ইমন নামেন তাঁর জায়গায়, রাব্বি হোসেন জায়গা নেন ফয়সালের। ৮৬ মিনিটে মোরসালিনের ক্রসে ইমনের শট আটকে দেন ভুটানের রক্ষণভাগের এক খেলোয়াড়। অতিরিক্তি সময়ে রাব্বির দূরপাল্লার শটও ফিরিয়ে দিয়েছেন গোলরক্ষক শেরিং। শেষ পর্যন্ত মোরসালিনের গোলটা মহার্ঘই হয়ে থাকে।</span></span></span></span></p> <p> </p> <p> </p>