ট্রফি নিয়ে দেশে

নিজের সঙ্গে যুদ্ধেও বিজয়ী মিরাজুল

রানা শেখ
রানা শেখ
শেয়ার
নিজের সঙ্গে যুদ্ধেও বিজয়ী মিরাজুল
নেপালে সাফ অনূর্ধ্ব-২০ চ্যাম্পিয়নশিপের শিরোপা জিতে গতকাল বিকেলে ঢাকায় ফেরে বাংলাদেশ দল। বিমানবন্দরে ফুলের মালা দিয়ে বরণ করে নেওয়া হয় মিরাজুল-রাহুলদের। এর পরই তাঁরা চলে যান জাতীয় ক্রীড়া পরিষদে যুব ও ক্রীড়া মন্ত্রণালয়ের উপদেষ্টা আসিফ মাহমুদ সজীব ভূঁইয়ার আমন্ত্রণে। খেলোয়াড়সহ দলের সবার সঙ্গে দেখা করে শুভেচ্ছা বিনিময় করেন এই উপদেষ্টা। যুবাদের এই সাফল্য দেশের ক্রীড়াঙ্গনকে উজ্জীবিত করবে বলেও আশাবাদ জানান তিনি। সাফজয়ী দলের প্রত্যেক সদস্যকে ২৫ হাজার টাকা করে অর্থ পুরস্কার দেন। পুরস্কারের অর্থ নিজেদের কাছে রাখেননি সাফ অনূর্ধ্ব-২০ চ্যাম্পিয়নশিপ জয়ী দলের সদস্যরা। বন্যার্তদের সহযোগিতার জন্য ওই অর্থ উপহার দিয়েছেন তাঁরা।ছবি : মীর ফরিদ

সম্পর্কিত খবর

টিভিতে

শেয়ার

টি স্পোর্টস

শেয়ার

স্পেনের সামনে নেদারল্যান্ডস

শেয়ার

চুক্তি নবায়ন

শেয়ার

সর্বশেষ সংবাদ