<p><span style="font-size:11pt"><span style="font-family:"Calibri","sans-serif""><strong><span style="font-size:14.0pt"><span style="font-family:SolaimanLipi">একসঙ্গে বেশ কিছু গান নিয়ে কাজ করছেন। এ প্রকল্পটা সম্পর্কে জানতে চাই... </span></span></strong></span></span></p> <p><span style="font-size:11pt"><span style="font-family:"Calibri","sans-serif""><span style="font-size:14.0pt"><span style="font-family:SolaimanLipi">আমি আর মার্সেল [সংগীত পরিচালক] মিলে ২০১৭ সালের দিকে ১০০ গানের একটি প্রকল্প শুরু করেছিলাম। পরে নানা কারণে কাজটা আর এগোতে পারিনি। তবে বেশ কিছু গান গোছানো ছিল, ট্র্যাক রেডি ছিল। তো সম্প্রতি আবার মনে হলো, গানগুলো করা দরকার। ২০-২২টি গান গোছানো হয়ে গেছে। এর মধ্যে ১১টি গানের ভয়েস রেকর্ডিং সম্পন্ন। এখান থেকে ৯টি গানের ভিডিওর কাজ শুরু করব শিগগিরই। ভিডিওগুলো ধারণ হয়ে গেলে এক এক করে প্রকাশ করব আমার চ্যানেল থেকে। এসব গানের বেশির ভাগই আমার লেখা। আমার বাইরে সোমেশ্বর অলি, ইশতিয়াক আহমেদ, জাহিদ আকবর ও ওয়াহিদ ইবনে রেজার লেখা গান রয়েছে। </span></span></span></span></p> <p> </p> <p><span style="font-size:11pt"><span style="font-family:"Calibri","sans-serif""><strong><span style="font-size:14.0pt"><span style="font-family:SolaimanLipi">প্রজেক্টের প্রথম গান কবে আসবে? </span></span></strong></span></span></p> <p><span style="font-size:11pt"><span style="font-family:"Calibri","sans-serif""><span style="font-size:14.0pt"><span style="font-family:SolaimanLipi">এখনো দিন-তারিখ চূড়ান্ত করিনি। আশা করছি ডিসেম্বরের মধ্যেই প্রথম গান হিসেবে </span></span><span style="font-size:14.0pt"><span style="font-family:"Times New Roman","serif"">‘</span></span><span style="font-size:14.0pt"><span style="font-family:SolaimanLipi">পর হইবা না তো</span></span><span style="font-size:14.0pt"><span style="font-family:"Times New Roman","serif"">’</span></span><span style="font-size:14.0pt"><span style="font-family:SolaimanLipi"> উন্মুক্ত করব। </span></span></span></span></p> <p> </p> <p><span style="font-size:11pt"><span style="font-family:"Calibri","sans-serif""><strong><span style="font-size:14.0pt"><span style="font-family:SolaimanLipi">গান, লেখালেখি, চাকরি</span></span></strong><strong><span style="font-size:14.0pt"><span style="font-family:"Times New Roman","serif"">—</span></span></strong><strong><span style="font-size:14.0pt"><span style="font-family:SolaimanLipi">এই অবিরাম ব্যস্ততা কিভাবে সামলে নেন? </span></span></strong></span></span></p> <p><span style="font-size:11pt"><span style="font-family:"Calibri","sans-serif""><span style="font-size:14.0pt"><span style="font-family:SolaimanLipi">কাজ আমি উপভোগ করি, ভালোবাসি। যেদিন মনে হবে, গান করতে ভালো লাগছে না, তখন আর করব না। কাজের ক্ষুধা যত দিন আছে, তত দিন করে যাব। কাজ হলো আমার কাছে উৎসবের মতো। তবে মনের বিরুদ্ধে কখনো কাজ করব না। </span></span></span></span></p> <p> </p> <p><span style="font-size:11pt"><span style="font-family:"Calibri","sans-serif""><strong><span style="font-size:14.0pt"><span style="font-family:SolaimanLipi">শিল্পীদের নিজের চ্যানেল থেকে গান করার বিষয়টিকে কিভাবে দেখেন? </span></span></strong></span></span></p> <p><span style="font-size:11pt"><span style="font-family:"Calibri","sans-serif""><span style="font-size:14.0pt"><span style="font-family:SolaimanLipi">এখন তো বেশ কিছু অডিও স্ট্রিমিং প্ল্যাটফরম আছে, সেই সঙ্গে আছে ইউটিউব। এগুলো থেকে মোটামুটি অর্থ আসে। ফলে নিজের চ্যানেল থেকে গান করে পোষায়। আর প্রযোজনা প্রতিষ্ঠানের কথা যদি বলি, একটি গানের পেছনে প্রতিষ্ঠান থেকে যে অর্থ ব্যয় করে, সেটা উঠে আসে না। ওই তুলনায় নিজ চ্যানেলে বেশি সাড়া মেলে। তাই বলে শুধু নিজের চ্যানেল থেকেই গান করতে হবে, এমন না। আমি মনে করি, বিভিন্ন প্রতিষ্ঠান থেকেও গান করা দরকার। ফলে বিভিন্ন ধরনের শ্রোতা পাওয়া যায়। আবার আমি নিজের চ্যানেলের বাইরেও গান করছি নিয়মিত। প্রতিষ্ঠানে গান করে কত টাকা পেলাম, সারাক্ষণ সেটা ভাবলে হবে না। একটা জিনিস মাথায় রাখতে হবে, বণিকদের হাতে শিল্প-সংস্কৃতি নিরাপদ নয়। সুতরাং বণিক হওয়া যাবে না। শিল্পীর কাজ হলো সৃষ্টি করে যাওয়া। </span></span></span></span></p> <p> </p> <p><span style="font-size:11pt"><span style="font-family:"Calibri","sans-serif""><strong><span style="font-size:14.0pt"><span style="font-family:SolaimanLipi">আপনার লেখা গল্পে নাটক আসছে শুনলাম। বইমেলায়ও নতুন বই থাকবে নিশ্চয়ই? </span></span></strong></span></span></p> <p><span style="font-size:11pt"><span style="font-family:"Calibri","sans-serif""><span style="font-size:14.0pt"><span style="font-family:SolaimanLipi">হ্যাঁ, আমার গল্পে একটি নাটক নির্মাণ করছে সোহেল রাজ। সামনে নতুন নাটক লিখব কি না তা পরিস্থিতি বলবে। আমি তো কাউকে সাধব না। কেউ যদি গল্প চায়, দেব। আর বইমেলায় এবার একটি উপন্যাস আসবে অন্যপ্রকাশ থেকে। নামটা এখনই বলতে চাই না। গ্রামের মানুষ কিভাবে বিভিন্ন ডিভাইসের প্রতি, ইন্টারনেটের প্রতি আকৃষ্ট হয়ে গেছে, সেখান থেকে নানা অপরাধে জড়িয়ে পড়ছে এবং তার একটি ট্র্যাজিক মোড় নিয়ে উপন্যাসের প্রেক্ষাপট।</span></span></span></span></p>