<p><span style="font-size:11pt"><span style="font-family:"Calibri","sans-serif""><span style="font-size:14.0pt"><span style="font-family:SolaimanLipi"><span style="color:black">এই সময়ের জনপ্রিয় কণ্ঠশিল্পী আতিয়া আনিসা। </span></span></span><span style="font-size:14.0pt"><span style="font-family:"Times New Roman","serif""><span style="color:black">‘</span></span></span><span style="font-size:14.0pt"><span style="font-family:SolaimanLipi"><span style="color:black">চল নিরালায়</span></span></span><span style="font-size:14.0pt"><span style="font-family:"Times New Roman","serif""><span style="color:black">’</span></span></span><span style="font-size:14.0pt"><span style="font-family:SolaimanLipi"><span style="color:black"> গানের এই গায়িকার জন্ম ও বেড়ে ওঠা ঢাকাতেই। তবে প্রতিবছর শীতে গ্রামের বাড়ি কুমিল্লায় বেড়াতে যান তিনি। বাড়ির উঠোনে বসে ভাপা পিঠা খান চাচাতো ভাই-বোনদের সঙ্গে। মেতে ওঠেন নানা আড্ডা-গল্পে। মাঝেমধ্যে তাদের সঙ্গে যোগ দেন নানি-দাদিরাও। এবারের শীতে চট্টগ্রাম, কক্সবাজারসহ বেশ কয়েকটি জায়গায় কনসার্ট করবেন আতিয়া। সেই সঙ্গে নতুন নতুন গানের রেকর্ডিং তো আছেই। </span></span></span></span></span></p> <p><span style="font-size:11pt"><span style="font-family:"Calibri","sans-serif""><span style="font-size:14.0pt"><span style="font-family:SolaimanLipi"><span style="color:black">শীত আসি আসি করছে, এই সময়ে ঠোঁটের যত্ন নিতে হয় বিশেষভাবে। নইলে ঠোঁট ফাটার সম্ভাবনা প্রবল। গায়িকাদের এই বিষয়ে বেশ সচেতন থাকতে হয়, নইলে গাইবেন কেমন করে! ছোটবেলা থেকেই বেশ শীতকাতুরে আতিয়া। তবে নিজের যত্নের ব্যাপারে বেশ উদাসীন। আতিয়ার খেয়াল রাখেন তাঁর মা। শীতের হাত থেকে ত্বক বাঁচাতে কোন ক্রিম মাখবেন, কোন লিপজেল ব্যবহার করবেন</span></span></span><span style="font-size:14.0pt"><span style="font-family:"Times New Roman","serif""><span style="color:black">—</span></span></span><span style="font-size:14.0pt"><span style="font-family:SolaimanLipi"><span style="color:black">সেটা ঠিক করে দেন তাঁর মা। জাতীয় চলচ্চিত্র পুরস্কার পাওয়া এই কণ্ঠশিল্পী সব সময় দেশীয় পণ্য ব্যবহার করতে পছন্দ করেন। এটা তাঁর পরিবারই শিখিয়েছে। আতিয়া বলেন, </span></span></span><span style="font-size:14.0pt"><span style="font-family:"Times New Roman","serif""><span style="color:black">‘</span></span></span><span style="font-size:14.0pt"><span style="font-family:SolaimanLipi"><span style="color:black">আমাদের দেশে শীতের ভালো ভালো লিপজেল আছে, ক্রিম আছে। কেন শুধু শুধু বাইরের পণ্য ব্যবহার করব! ছোটবেলা থেকে দেখে এসেছি মা-চাচিরা দেশি পণ্য ব্যবহার করেন। আমিও সেটাতে অভ্যস্ত।</span></span></span><span style="font-size:14.0pt"><span style="font-family:"Times New Roman","serif""><span style="color:black">’</span></span></span></span></span></p> <p><span style="font-size:11pt"><span style="font-family:"Calibri","sans-serif""><span style="font-size:14.0pt"><span style="font-family:SolaimanLipi"><span style="color:black">বরাবরই ঢাকার চেয়ে গ্রামে শীতের তীব্রতা বেশি দেখা যায়। আতিয়া মনে করেন, গ্রামের মানুষের দিকে এ সময় নজর রাখা উচিত সবার। অনেকে দারিদ্র্যসীমার নিচে বসবাস করে। তাদের শীতবস্ত্রের পাশাপাশি ভ্যাসলিন, লোশান দেওয়া উচিত। আতিয়া বলেন, </span></span></span><span style="font-size:14.0pt"><span style="font-family:"Times New Roman","serif""><span style="color:black">‘</span></span></span><span style="font-size:14.0pt"><span style="font-family:SolaimanLipi"><span style="color:black">আমি বড় হয়েছি ঢাকায়। তবে প্রতিবছর শীতে গ্রামের বাড়ি বেড়াতে যাই। তখন দেখি সাধারণ মানুষ কী দুর্বিষহ জীবনযাপন করে। সামর্থ্য অনুযায়ী আমি তাদের পাশে থাকার চেষ্টা করি। যাঁরা ঢাকায় থাকেন, তাঁরা ঢাকাতেই শীতবস্ত্র দান করেন। আমি অনুরোধ করব, তাঁরা যেন গ্রামের দিকেও নজর রাখেন।</span></span></span><span style="font-size:14.0pt"><span style="font-family:"Times New Roman","serif""><span style="color:black">’</span></span></span></span></span></p> <p> </p>