<p style="text-align:left"><span style="font-size:10pt"><span style="font-family:Kantho"><span style="color:black"><span style="font-size:14.0pt"><span style="font-family:SolaimanLipi">শেরপুরে সদর উপজেলার লছমনপুর এলাকায় দোজা পীরের মুর্শিদপুর দরবার শরিফে বৃহস্পতিবার পীরবিরোধীদের হামলা, লুটপাট, অগ্নিসংযোগের ঘটনায় ২৯ নভেম্বর শুক্রবার দিনভর এলাকায় উত্তেজনা বিরাজ করে। এর আগের হামলার পর পীরভক্তরা সেখান থেকে চলে যাওয়ার সুযোগে প্রায় ২০০ একর জায়গা নিয়ে গড়ে ওঠা দরবার ফাঁকা পেয়ে লুটপাট চালায় দুর্বৃত্তরা। গত বৃহস্পতিবার সন্ধ্যার পর থেকে দরবারের শত শত পুরনো গাছ কাটা শুরু করে। শুধু তা-ই নয়, ভবনের টিন ও লোহার এঙ্গেলসহ বিভিন্ন ধরনের মালপত্র গাড়ি ভর্তি করে নিয়ে যায় দুর্বৃত্তরা। শুক্রবার দুপুর পর্যন্ত চলে এমন লুটের তাণ্ডব। </span></span></span></span></span></p> <p style="text-align:left"><span style="font-size:10pt"><span style="font-family:Kantho"><span style="color:black"><span style="font-size:14.0pt"><span style="font-family:SolaimanLipi">এদিকে সকাল ১০টার দিকে জামালপুর ব্রহ্মপুত্র সেতুসংলগ্ন এলাকায় পীরভক্তদের একটি মিছিল দরবারের দিকে আসার চেষ্টা করলে আইন-শৃঙ্খলা রক্ষা বাহিনীর সদস্যরা তাদের নিবৃত্ত করেন। কিন্তু দুপুর ১টার দিকে বিভিন্ন এলাকা থেকে লাঠিসোঁটা নিয়ে মিছিল করে প্রায় দুই হাজারের মতো পীরভক্ত দরবারের দখল নেয়। সে সময় দরবারের ভেতরে ও বাইরে লুটের কাটা গাছ ও মালবোঝাই করা অবস্থায় অন্তত ১৩টি যানবাহনে আগুন দিয়ে পুড়িয়ে দেয়। সংবাদ পেয়ে আইন-শৃঙ্খলা রক্ষা বাহিনীর সদস্যরা ঘটনাস্থলে হাজির হয়ে পীরভক্তদের নিবৃত্ত করেন। এ সময় দরবারে লুটপাটের অভিযোগে তিনজনকে আটক করা হয়। পীরভক্তরা এ ঘটনার সঙ্গে জড়িতদের বিচার ও শাস্তির দাবি করে। </span></span></span></span></span></p> <p style="text-align:left"><span style="font-size:14.0pt"><span style="font-family:SolaimanLipi">পুলিশ সুপার মো. আমিনুল ইসলাম বলেন, </span></span><span style="font-size:14.0pt"><span style="font-family:"Times New Roman","serif"">‘</span></span><span style="font-size:14.0pt"><span style="font-family:SolaimanLipi">বর্তমানে লছমনপুর এলাকার পরিবেশ নিয়ন্ত্রণে রয়েছে। </span></span><span style="font-size:14.0pt"><span style="font-family:"Times New Roman","serif"">’</span></span></p>