<p><span style="font-size:11pt"><span style="font-family:"Calibri","sans-serif""><span style="font-size:14.0pt"><span style="font-family:SolaimanLipi">সিলেটের জাফলংয়ে স্বামীকে খুনের দায়ে স্ত্রী, স্ত্রীর পরকীয়া প্রেমিক ও তার সহযোগীকে মৃত্যুদণ্ড দিয়েছেন আদালত। গতকাল বৃহস্পতিবার সকালে সিলেটের অতিরিক্ত জেলা ও দায়রা জজ আদালত ৪-এর বিচারক শায়লা শারমিন এ রায় দেন। দণ্ডপ্রাপ্তরা হলেন খুশনাহার (২২), মাহমুদুল হাসান (২২) ও নাদিম আহমদ নাইম (১৯)। পুলিশ ও আদালত সূত্রে জানা যায়, ২০২৩ সালের ১৬ এপ্রিল গোয়াইনঘাটে রিভারভিউ হোটেলসংলগ্ন ড্রেনে আল ইমরান নামের এক পর্যটকের মরদেহ পাওয়া যায়। পুলিশ জানায়, নিহতের স্ত্রীর সঙ্গে মাহমুদুল হাসানের বিবাহবহির্ভূত সম্পর্ক ছিল। নিহত আল ইমরান কিশোরগঞ্জের নিকলির গুরই ইউনিয়নের আব্দুল জব্বারের ছেলে। হত্যাকাণ্ডের পর নিহতের পিতা বাদী হয়ে গোয়াইনঘাট থানায় মামলা করেন। আদালতের অতিরিক্ত পিপি আইনজীবী জালাল উদ্দীন বিষয়টি নিশ্চিত করে জানান, এই হত্যাকাণ্ডের সঙ্গে জড়িত আরেক আসামি নাবালক হওয়ায় তার বিচারকাজ শিশু আদালতে হচ্ছে।</span></span></span></span></p>