<p style="text-align:left"><span style="font-size:10pt"><span style="font-family:Kantho"><span style="color:black"><span style="font-size:14.0pt"><span style="font-family:SolaimanLipi">বরগুনার আমতলীতে বিএনপির বহিষ্কৃত নেতার ছেলের নেতৃত্বে বাস কাউন্টার ভাঙচুর ও লুটপাটের ঘটনা ঘটেছে। এতে যাত্রীসহ কমপক্ষে ১০ জন আহত হয়েছেন। ভুক্তভোগীদের দাবি, হামলাকারীরা ল্যাপটপ, কম্পিউটার ও টাকা লুটপাট করে নিয়ে গেছে। ওই বিষয়ে অভিযুক্তদের বিরুদ্ধে থানায় মামলা করতে গেলেও পুলিশ মামলা নেয়নি বলে অভিযোগ করেন ভুক্তভোগীরা। শুক্রবার রাত ৭টার দিকে আমতলী পৌরসভার নতুনবাজার বটতলা নামক এলাকায় দূরপাল্লার পরিবহনের টিকিট কাউন্টারে ওই হামলার ঘটনা ঘটে। ওই সময় ১০ থেকে ১২টি কাউন্টারে লাঠিসোঁটা নিয়ে দেড়শতাধিক দুর্বৃত্ত ওই হামলায় অংশ নেয়। সৌদিয়া পরিবহনের আমতলী কাউন্টার ম্যানেজার সফিউল বাশার লালন বলেন, উপজেলা বিএনপির বহিষ্কৃত সাবেক সভাপতি জালাল উদ্দিন ফকিরের ছেলে রাহাত ফকিরের নেতৃত্বে কাউন্টারে হামলা চালানো হয়। রাহাত ফকিরের সঙ্গে ফোনে যোগাযোগ করলে তিনি কল রিসিভ করেননি। আমতলী থানার ওসি আরিফুর রহমান বলেন, এখন পর্যন্ত ওই বিষয়ে কেউ মামলা করতে থানায় আসেননি।</span></span></span></span></span></p>