<p style="text-align:left"><span style="font-size:10pt"><span style="font-family:Kantho"><span style="color:black"><span style="font-size:14.0pt"><span style="font-family:SolaimanLipi">সাতক্ষীরার শ্যামনগরে রাস্তার পাশে লাগানো সরকারি গাছ কাটার অভিযোগ উঠেছে। খবর পেয়ে গাছগুলো জব্দ করেছে প্রশাসন। গতকাল বুধবার ভূরুলিয়া গ্রামের প্রভাবশালী এস এম জালাল উদ্দীনের বিরুদ্ধে লক্ষাধিক টাকা মূল্যের চারটি মেহগনিগাছ কাটার অভিযোগ ওঠে। এ সময় স্থানীয় বৈষম্যবিরোধী ছাত্রনেতারা গাছগুলো জব্দ করে শ্যামনগর ইউএনও খবর দেন। তাৎক্ষণিকভাবে ইউএনও রনি খাতুন ইউনিয়ন ভূমি সহকারী গগন চন্দ্র মণ্ডলকে পাঠিয়ে ওই গাছ জব্দ করেন। এস এম জালাল উদ্দীনের ছেলে এ কে এম জাফরুল আলম বাবু শ্যামনগর উপজেলা আওয়ামী লীগের সিনিয়র সহসভাপতি ও ভূরুলিয়া ইউনিয়ন পরিষদের (ইউপি) চেয়ারম্যান।</span></span></span></span></span></p>