<p><span style="font-size:11pt"><span style="font-family:"Calibri","sans-serif""><span style="font-size:14.0pt"><span style="font-family:SolaimanLipi">মধ্যনগর উপজেলার বংশীকুণ্ডা দক্ষিণ ইউনিয়নের চান্দালীপাড়া ও নেত্রকোনার কলমাকান্দা  উপজেলার সদর ইউনিয়নের বিশরপাশা বাজার সোমেশ্বরী নদীর গুদারাঘাটে দীর্ঘদিনেও একটি সেতু হয়নি।  সোমেশ্বরী নদী পারাপারে ভোগান্তির শিকার হচ্ছে দুই উপজেলার হাজার হাজার  মানুষ। এ ছাড়াও  গুদারা পার হতে গিয়ে বিভিন্ন সময়ে নৌকা ডুবে অনেকে প্রাণও হারিয়েছে। স্থানীয়রা জানায়, সোমেশ্বরী নদীর ওপর ঘাটটি দুই উপজেলার সীমান্তবর্তী হওয়ায় সেভাবে গুরুত্ব দেন না স্থানীয় জনপ্রতিনিধিরা ও স্থানীয় সরকার প্রকৌশল অধিদপ্তর (এলজিইডি)। সরেজমিনে গিয়ে দেখা গেছে, উপজেলার পশ্চিমাঞ্চলের শেষ গ্রাম চান্দালীপাড়া। এই গ্রামের অন্ত প্রান্তে কলমাকান্দা উপজেলার বিশরপাশা বাজার। সেখানে কয়েকটি শিক্ষাপ্রতিষ্ঠান এবং সড়কের ওপর একটি বাসস্ট্যান্ড রয়েছে। প্রতিদিন এই বাসস্ট্যান্ড থেকে বাসে করে দুই উপজেলার ঢাকাগামী যাত্রীরা আসা-যাওয়া করে। উপজেলা প্রকৌশলী মোহাম্মদ শাহাবুদ্দিন বলেন, নদীতে সেতু নির্মাণের জন্য মাটির গুণাগুণ ও টপ লেভেল পরীক্ষা করা হয়েছে। সব কাজ শেষে ফাইলটি মন্ত্রণালয়ে আটকে আছে।</span></span></span></span></p>