<p style="text-align:left"><span style="font-size:10pt"><span style="font-family:Kantho"><span style="color:black"><span dir="ltr" lang="BN" style="font-size:14.0pt"><span style="font-family:SolaimanLipi">বিদ্যালয়ের পথ বন্ধ করে স্থাপনা তৈরির পরিকল্পনার প্রতিবাদে বিক্ষোভ মিছিল ও মানববন্ধন কর্মসূচি পালন করেছে যশোরের সেক্রেড হার্টের শিক্ষক</span></span><span style="font-size:14.0pt"><span style="font-family:SolaimanLipi">-শিক্ষার্থী ও অভিভাবকরা। গতকাল মঙ্গলবার সকাল ১১টার দিকে মিছিল নিয়ে এসে শহরের চিত্রা মোড়ে প্রায় এক ঘণ্টা ধরে এই কর্মসূচি পালন করেন তাঁরা। মানববন্ধনে বক্তারা বলেন, ১৯৭৪ সালে তৎকালীন জেলা প্রশাসকের কাছে আবেদন করে পুরাতন কসবা মৌজার ১৪৪৪ নম্বর দাগের সরকারি জমির কিছু অংশ বিদ্যালয়ে যাতায়াতের জন্য রাস্তা হিসেবে ব্যবহারের অনুমতি নেওয়া হয়। কিন্তু সম্প্রতি জেলা প্রশাসন বরাদ্দকৃত রাস্তাটি নিজেদের আওতায় নেওয়ার উদ্যোগ নিয়েছে। ফলে শিক্ষক-শিক্ষার্থী ও অভিভাবকরা বেকায়দায় পড়তে চলেছেন।</span></span></span></span></span></p>