<p style="text-align:left"><span style="font-size:10pt"><span style="font-family:Kantho"><span style="color:black"><span dir="ltr" lang="BN" style="font-size:14.0pt"><span style="font-family:SolaimanLipi">নওগাঁর সাপাহারে বিএপির দলীয় কার্যালয়ে আগুন দিয়েছে দুর্বৃত্তরা। গত সোমবার রাতে উপজেলার আইহাই ইউনিয়নের ৭ নম্বর ওয়ার্ডের পাহাড়িপুকুর মোড়ে এ ঘটনা ঘটে। সেখান থেকে ককটেলসদৃশ তিনটি বস্তু উদ্ধার করা হয়। জানা গেছে</span></span><span style="font-size:14.0pt"><span style="font-family:SolaimanLipi">, গত সোমবার রাতে কে বা কারা ওই দলীয় কার্যালয়ের তালা ভেঙে আগুন ধরিয়ে দেয়। এতে দলীয় কার্যালয়ে থাকা একটি প্রজেক্টরের পর্দা, টিভি, প্রায় ২৫টি প্লাস্টিকের চেয়ার, কিছু দলীয় ব্যানার ও কাগজপত্র পুড়ে যায়। গতকাল সকালে স্থানীয় লোকজন দলীয় ওই কার্যালয়ে ধোঁয়া দেখে ঘরে ঢুকে আগুনে পোড়ার দৃশ্য এবং মেঝেতে ককটেলসদৃশ বস্তু পড়ে থাকতে দেখে থানায় সংবাদ দেয়। এ বিষয়ে সাপাহার থানার ওসি জানান, অবিস্ফোরিত ককটেলসদৃশ বস্তুগুলো পরীক্ষা-নিরীক্ষার পর নিষ্ক্রিয় করা হবে এবং পরে এ বিষয়ে আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে।</span></span></span></span></span></p>