<p style="text-align:left"><span style="font-size:10pt"><span style="font-family:Kantho"><span style="color:black"><span style="font-size:14.0pt"><span style="font-family:SolaimanLipi">নওগাঁর ধামইরহাটে কৃষকের ৮৩ শতাংশ জমিতে লাগানো আমনের আধাপাকা ধানগাছ অতিরিক্ত কীটনাশক ছিটিয়ে নষ্ট করে দেওয়ার অভিযোগ উঠছে প্রতিপক্ষের বিরুদ্ধে। এ ঘটনায় ভুক্তভোগী ওই কৃষক বিচারের দাবিতে থানায় লিখিত অভিযোগ করেছেন। গত রবিবার  কৃষকের পক্ষ থেকে তিনজনকে বাদী করে অভিযোগ করা হয়। উপজেলার আড়ানগর ইউনিয়নের খিয়ারশুকনা মৌজার ফসলি মাঠে এ ঘটনা ঘটে।</span></span></span></span></span></p> <p style="text-align:left"><span style="font-size:10pt"><span style="font-family:Kantho"><span style="color:black"><span style="font-size:14.0pt"><span style="font-family:SolaimanLipi">জমির মালিক রবিউল টুডু বলেন, আর কয়েক দিন পর ধানগুলো কেটে ঘরে তুলতাম। এ সময়ে আমার এত বড় ক্ষতি করা হয়েছে। ধামইরহাট থানার ওসি মো. রাইসুল ইসলাম জানান, তদন্ত সাপেক্ষে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।</span></span></span></span></span></p>