<p style="text-align:left"><span style="font-size:10pt"><span style="font-family:Kantho"><span style="color:black"><span style="font-size:14.0pt"><span style="font-family:SolaimanLipi">ময়মনসিংহের ভালুকায় একটি প্রাথমিক বিদ্যালয়ে শিশুদের খেলার স্নিপারের ফাঁক দিয়ে পড়ে শিশু মারা যাওয়ার পর টনক নড়ল কর্তৃপক্ষের। মেরামত করা হলো খুলে যাওয়া স্নিপিং প্লেটের অংশটুকু। ঘটনাটি উপজেলার বর্তা গ্রামে অবস্থিত শিশু বিকাশ সরকারি প্রাথমিক বিদ্যালয়ের। তবে স্নিপারের নিচের অংশটুকু এখনো ঝুঁকিপূর্ণ অবস্থাতেই রয়ে গেছে। গত শনিবার ওই বিদ্যালয়ের স্নিপার থেকে পড়ে ইলমা নামের এক শিশু মারা যায়। ইলমা ওই গ্রামের নির্মাণ শ্রমিক মো. বিল্লাল হোসেনের মেয়ে। প্রধান শিক্ষক সুভাস চন্দ্র ভৌমিক জানান, এটি একটি দুর্ঘটনা।  উপজেলা নির্বাহী কর্মকর্তা আলীনূর খান জানান, বিষয়টি তিনি শুনেছেন। তদন্ত করে ব্যবস্থা নেবেন।</span></span></span></span></span></p> <p style="text-align:left"> </p>