<p>খাগড়াছড়ি পার্বত্য জেলা পরিষদ পুনর্গঠিত  হয়েছে। অন্তর্বর্তীকালীন পরিষদের চেয়ারম্যান হিসেবে নিয়োগ দেওয়া হয়েছে জিরুনা ত্রিপুরাকে। ১৯৮৯ সালে জেলা পরিষদ গঠনের পর এই প্রথম নারী চেয়ারম্যান হলেন।</p> <p>অন্তর্বর্তীকালীন পরিষদে ১৪ জনকে সদস্য করা হয়েছে। সদস্যরা হলেন বঙ্গমিত্র চাকমা, অনিময় চাকমা, নিটোল মনি চাকমা, কংজপ্রু মারমা, কুমার সুইচিংপ্রু সাইন, সাথোয়াই প্রু চৌধুরী, ধনেশ্বর ত্রিপুরা, শেফালিকা ত্রিপুরা, প্রশান্ত কুমার ত্রিপুরা, জয়া ত্রিপুরা, শহিদুল ইসলাম সুমন, প্রফেসর আবদুল লতিফ, মো. মাহবুবুল আলম ও মনজিলা সুলতানা। বৃহস্পতিবার রাষ্ট্রপতির আদেশক্রমে পার্বত্য চট্টগ্রাম বিষয়ক মন্ত্রণালয়ের সিনিয়র সহকারী সচিব তাসলীমা বেগম স্বাক্ষরিত প্রজ্ঞাপন থেকে এই তথ্য জানা যায়। প্রজ্ঞাপনে আগের পরিষদ বাতিল করা হয়।</p> <p> </p> <p> </p> <p> </p>