<p style="text-align:left"><span style="font-size:10pt"><span style="font-family:Kantho"><span style="color:black"><span style="font-size:14.0pt"><span style="font-family:SolaimanLipi">খুলনা-মোংলা রেলপথ চালুর পাঁচ মাস পরও রামপালের ভাগা স্টেশন চালু না হওয়ায় এ উপজেলার মানুষ রেল সুবিধা থেকে বঞ্চিত হচ্ছে। এতে করে তাদের অন্তত ১০ কিলোমিটার পথ পাড়ি দিয়ে রেলের জন্য মোংলার দিগরাজ স্টেশনে যেতে হচ্ছে। রেল কর্তৃপক্ষ বলছে, জনবল সংকটে তারা এ স্টেশনটি চালু করতে পারছে না। জানা যায়, বিগত আওয়ামী লীগ সরকারের সময় বাংলাদেশ ও ভারতের যৌথ অর্থায়নে এই রেলপথ নির্মাণ করা হয়। যৌথভাবে গত ১ জুন এই রেলপথের উদ্বোধন করেন বাংলাদেশ ও ভারতের প্রধানমন্ত্রী। প্রতিদিন একটি করে ট্রেন এই লাইনে মোংলা থেকে খুলনার ফুলতলা রেলস্টেশন হয়ে যশোরের বেনাপোল স্থলবন্দর পর্যন্ত চলাচল করছে। খুলনা থেকে মোংলা বন্দর পর্যন্ত ছয়টি স্টেশন রয়েছে। এর মধ্যে পাঁচটি স্টেশন রেল চালুর পর আনুষ্ঠানিকভাবে খুলে দেওয়া হলেও বাগেরহাট জেলার রামপাল উপজেলার ভাগা রেলস্টেশনটি চালু করা হয়নি।</span></span></span></span></span></p>