<p style="text-align:left"><span style="font-size:10pt"><span style="font-family:Kantho"><span style="color:black"><span style="font-size:14.0pt"><span style="font-family:SolaimanLipi">রংপুরে সড়ক দুর্ঘটনায় গুরুতর আহত হয়েছেন কালের কণ্ঠ</span></span><span style="font-size:14.0pt"><span style="font-family:"Times New Roman","serif"">’</span></span><span style="font-size:14.0pt"><span style="font-family:SolaimanLipi">র রংপুর ব্যুরো প্রধান রফিকুল ইসলাম। পরে তাঁকে উদ্ধার করে রংপুর মেডিক্যাল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়। গত বৃহস্পতিবার রাত ১২টার দিকে মহানগরীর টাউন হলের সামনে বেপরোয়া গতিতে চলা প্রাইভেট কারের ধাক্কায় এ ঘটনা ঘটে। যমুনা টিভির সিনিয়র করেসপনডেন্ট সরকার মাজহারুল মান্নান বলেন, </span></span><span style="font-size:14.0pt"><span style="font-family:"Times New Roman","serif"">‘</span></span><span style="font-size:14.0pt"><span style="font-family:SolaimanLipi">প্রয়োজনীয় কাজ শেষে বাসায় যাওয়ার জন্য সাংবাদিক রফিক নগরের টাউন হলের সামনে মোটরসাইকেলে দাঁড়িয়ে ছিলেন। হঠাৎ একটি প্রাইভেট কার তাঁকে ধাক্কা দিলে তিনি সড়কে ছিটকে পড়েন। পরে তাঁকে হাসপাতালে ভর্তি করাই। তিনি এখন কিছুটা সুস্থ আছেন। এ ঘটনায় আরো অন্তত পাঁচজন আহত হন।</span></span><span style="font-size:14.0pt"><span style="font-family:"Times New Roman","serif"">’</span></span><span style="font-size:14.0pt"><span style="font-family:SolaimanLipi"> চিকিৎসকের বরাত দিয়ে তিনি আরো বলেন, তাঁর ডান পা ভেঙে গেছে এবং ডান হাতে খুব ব্যথা লেগেছে। তা ছাড়া শরীরের বিভিন্ন অংশে আঘাত লেগেছে। তবে চিকিৎসকরা তাঁকে শঙ্কামুক্ত বলে জানিয়েছেন। হাসপাতালের অর্থপেডিকস ওয়ার্ডের চিকিৎসক জানান, পা ভেঙে যাওয়ায় প্লাস্টার করে দেওয়া হয়েছে। তাঁর চিকিৎসা চলছে। হাসপাতালের দায়িত্বরত পুলিশের উপপরিদর্শক আপেল জানান, গাড়িটি জব্দের চেষ্টা চলছে।</span></span></span></span></span></p> <p style="text-align:left"> </p>