<p style="text-align:left"><span style="font-size:10pt"><span style="font-family:Kantho"><span style="color:black"><span style="font-size:14.0pt"><span style="font-family:SolaimanLipi">কিশোরগঞ্জ রেলওয়ের স্টেশন মাস্টার মো. খলিলুর রহমানকে পিটিয়েছে দুর্বৃত্তরা। গতকাল শনিবার সকাল সোয়া ১১টার দিকে রেলস্টেশনে এই ঘটনা ঘটে। এতে তিনি মারাত্মকভাবে আহত হন। তাঁকে রক্ষা করতে গিয়ে তাঁর স্ত্রীও আহত হয়েছেন। এ কারণে এগারসিন্দুর এক্সপ্রেস ট্রেনটি এক ঘণ্টা বিলম্বে ঢাকার উদ্দেশে ছেড়ে যায়। কিশোরগঞ্জ রেলওয়ে থানার ওসি লিটন মিয়া জানান, সকালে স্ত্রী-পুত্রসহ এগারসিন্দুর ট্রেনে কিশোরগঞ্জে আসেন স্টেশন মাস্টার। ট্রেনে টিকিট নিয়ে এক নারী যাত্রীর সঙ্গে তাঁদের সামান্য তর্ক-বিতর্ক হয়। বিষয়টি সেই নারী তাঁর ভাইসহ কয়েকজনকে জানান। ট্রেনটি কিশোরগঞ্জ স্টেশনে থামামাত্র পাঁচ থেকে সাতজন স্টেশন মাস্টারকে ট্রেন থেকে টেনেহিঁচড়ে নামিয়ে বেধড়ক মারধর করে। রেলওয়ে থানার পুলিশ স্টেশন মাস্টারকে শহীদ সৈয়দ নজরুল ইসলাম মেডিক্যাল কলেজ হাসপাতালে পাঠায়। স্টেশন মাস্টারের স্ত্রী উম্মুল সায়খা দিতি জানান, স্বামীকে রক্ষা করতে গিয়ে তিনি নিজেও মারধরের শিকার হন।</span></span></span></span></span></p>