<p style="text-align:left"><span style="font-size:10pt"><span style="font-family:Kantho"><span style="color:black"><span style="font-size:14.0pt"><span style="font-family:SolaimanLipi">গাইবান্ধায় আমার দেশ পত্রিকার সম্পাদক মাহমুদুর রহমানের বিরুদ্ধে করা একটি মানহানির মামলা খারিজ করেছেন আদালত। গতকাল বুধবার গাইবান্ধার সিনিয়র জুডিশিয়াল মাজিস্ট্রেট আদালত-২-এর বিচারক জান্নাতুল ফেরদৌস এ আদেশ দেন। ২০১৭ সালের ১১ ডিসেস্বর গাইবান্ধার আমলি আদালতে মানহানির অভিযোগে মাহমুদুর রহমানের বিরুদ্ধে মামলা করেন জেলা যুবলীগের তৎকালীন সভাপতি সরদার শাহীদ হাসান লোটন। মাহমুদুর রহমানের আইনজীবী মঞ্জুর মোর্শেদ বাবু বিষয়টি নিশ্চিত করে জানান, মামলা দায়েরের পর তদন্ত শুরু হয় এবং দীর্ঘ সময় মামলাটি আদালতে বিচারাধীন ছিল। মামলার পরিপ্রেক্ষিতে সাক্ষ্য-প্রমাণ সংগ্রহ করা হয়। তবে আদালতে দাখিল করা সাক্ষ্য-প্রমাণ অপর্যাপ্ত বলে বিবেচিত হওয়ায় মাহমুদুর রহমানকে বেকসুর খালাস দেন আদালত।  তিনি জানান, ২০১৭ সালের ১ ডিসেম্বর জাতীয় প্রেস ক্লাবে </span></span><span style="font-size:14.0pt"><span style="font-family:"Times New Roman","serif"">‘</span></span><span style="font-size:14.0pt"><span style="font-family:SolaimanLipi">গণতন্ত্র পুনরুদ্ধারে গণমাধ্যমের ভূমিকা</span></span><span style="font-size:14.0pt"><span style="font-family:"Times New Roman","serif"">’</span></span><span style="font-size:14.0pt"><span style="font-family:SolaimanLipi"> শীর্ষক সেমিনারে মাহমুদুর রহমান বঙ্গবন্ধু, সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে নিয়ে আপত্তিকর মন্তব্য করেন বলে অভিযোগ করা হয়েছিল।</span></span></span></span></span></p>