<p style="text-align:left"><span style="font-size:10pt"><span style="font-family:Kantho"><span style="color:black"><span style="font-size:14.0pt"><span style="font-family:SolaimanLipi">কয়েক বছর ধরে আশানুরূপ ইলিশ না পাওয়ায় দাদন ও ঋণের টাকার</span></span><span style="font-size:14.0pt"><span style="font-family:SolaimanLipi"> চাপে দুশ্চিন্তায় রয়েছেন ভোলার জেলেরা। এরই মধ্যে বর্তমানে ইলিশ রক্ষায় চলমান সরকারি নিষেধাজ্ঞায় আরো বিপাকে পড়েছেন তাঁরা। সরকারি নিষেধাজ্ঞা বাস্তবায়নে কার্ডধারী জেলেদের সহজ শর্তে ঋণ দেওয়ার</span></span><span style="font-size:14.0pt"><span style="font-family:SolaimanLipi"> দাবি করছেন ভুক্তভোগী জেলেরা।</span></span></span></span></span></p> <p style="text-align:left"><span style="font-size:10pt"><span style="font-family:Kantho"><span style="color:black"><span style="font-size:14.0pt"><span style="font-family:SolaimanLipi">চরফ্যাশন উপজেলা মৎস্য অফিস সূত্রে জানা গেছে, ইলিশের অভয়াশ্রম তেঁতুলিয়া ও মেঘনা নদীতে এই অঞ্চলের জেলেরা ইলিশ মাছ শিকার করেন। সুষ্ঠু, প্রজনন, উৎপাদন, সামুদ্রিক মৎস্য সংরক্ষণ এবং টেকসই মৎস্য আহরণের জন্য মাছ শিকারের ক্ষেত্রে ২২ দিনের নিষেধাজ্ঞা জারি করেছে সরকার। ১৩ অক্টোবর থেকে এই নিষেধাজ্ঞা কার্যকর হয়েছে এবং আগামী ৩ নভেম্বর পর্যন্ত জারি থাকবে এই নিষেধাজ্ঞা। </span></span></span></span></span></p> <p style="text-align:left"><span style="font-size:10pt"><span style="font-family:Kantho"><span style="color:black"><span style="font-size:14.0pt"><span style="font-family:SolaimanLipi">জেলেরা জানান, চরফ্যাশন উপজেলায় প্রায় ৯০ হাজার জেলে রয়েছেন। নিবন্ধিত জেলের সংখ্যা ৪৪ হাজার ২৮১ জন। অনিবন্ধিত প্রায় ৪৬ হাজার। জুলাই থেকে সেপ্টেম্বর মাস পর্যন্ত ইলিশের ভরা মৌসুম। জেলেরা সারা বছর ধরে এই মৌসুমের অপেক্ষায় থাকেন। কিন্তু কয়েক বছর ধরে আশঙ্কাজনক হারে ইলিশ কমে যাওয়ার কারণে জেলেরা হতাশ হয়ে পড়েছেন। বছরে কয়েকটি নিষেধাজ্ঞা ও দুর্যোগের কবলে পড়ে অনেকে এখন নিঃস্ব। সরকারি নিষেধাজ্ঞার কারণে মহাজনদের দাদন এবং ধার-দেনায় জর্জরিত হয়ে জেলেরা রয়েছেন চরম বিপাকে। সরকার ২২ দিনের নিষেধাজ্ঞায় ৪০ শতাংশ জেলেদের জন্য চাল বরাদ্দ করেছে।</span></span></span></span></span></p> <p style="text-align:left"><span style="font-size:10pt"><span style="font-family:Kantho"><span style="color:black"><span style="font-size:14.0pt"><span style="font-family:SolaimanLipi">অনিবন্ধিত ও সুবিধা থেকে বঞ্চিত কয়েকজন জেলে জানান, এখনো পর্যন্ত অনেক প্রকৃত জেলে নিবন্ধনের সুযোগ পাননি। এ ছাড়া নিষেধাজ্ঞা চলাকালীন সামান্য চাল বরাদ্দে তাঁদের জীবন নির্বাহ করা কঠিন হয়ে পড়ে। তাই সরকারি অনুদান বৃদ্ধির পাশাপাশি সহজ শর্তে ঋণ প্রদানের অনুরোধ করেন তাঁরা।</span></span></span></span></span></p> <p style="text-align:left"><span style="font-size:10pt"><span style="font-family:Kantho"><span style="color:black"><span style="font-size:14.0pt"><span style="font-family:SolaimanLipi">চরফ্যাশন উপজেলা মৎস্য কর্মকর্তা জয়ন্ত কুমার অপু জানান, জেলেরা যেন ঋণগ্রস্ত না হন, সেদিকে খেয়াল করে সরকার তাঁদের চাল, গরুসহ বিভিন্ন ধরনের সহযোগিতা করে থাকেন। </span></span></span></span></span></p>