<p style="text-align:left"><span style="font-size:10pt"><span style="font-family:Kantho"><span style="color:black"><span style="font-size:14.0pt"><span style="font-family:SolaimanLipi">অনেক পরিকল্পনা নিয়ে প্রতিষ্ঠিত হয় রাজশাহী মেডিক্যাল বিশ্ববিদ্যালয় (রামেবি)। কিন্তু এই বিশ্ববিদ্যালয়ের অনুষ্ঠানিক যাত্রা শুরু হলেও থেকে গেছে কাগুজেকলমেই ফাইলবন্দি। বিশ্ববিদ্যালয় প্রতিষ্ঠার আট বছর পার করলেও দৃশ্যমান হয়নি প্রাথমিক কাজ। কার্যত পার করতে পারেনি পরিকল্পনা বাস্তবায়নের একটি ধাপও। তবে আওয়ামী লীগ সকারের পতনের পর প্রশাসনে পরিবর্তন আসায় কিছুটা আশার আলো দেখছেন রাজশাহীর মানুষ। </span></span></span></span></span></p> <p style="text-align:left"><span style="font-size:10pt"><span style="font-family:Kantho"><span style="color:black"><span style="font-size:14.0pt"><span style="font-family:SolaimanLipi">পরিকল্পনায় ছিল রাজশাহী জেলা ও এর আশপাশের প্রায় দুই কোটি মানুষকে স্বাস্থ্যসেবা প্রদান করার। আর এ লক্ষ্যে এক হাজার ২০০ শয্যাবিশিষ্ট একটি বিশেষায়িত হাসপাতাল নির্মাণ। চিকিৎসক, নার্স ও অন্যান্য স্বাস্থ্যবিষয়ক জনবল তৈরি ও তাঁদের দক্ষতা বৃদ্ধি এবং কর্মসংস্থান সৃষ্টির লক্ষ্যে ১০টি ফ্যাকাল্টি চালু করা, এবং চিকিৎসাসেবার মানকে আন্তর্জাতিক পর্যায়ে উন্নীত করার। একই সঙ্গে স্বাস্থ্যসেবায় একটি গুরুত্বপূর্ণ অবদান রাখার উদ্দেশ্যে প্রতিষ্ঠিত হয় রামেবি।</span></span></span></span></span></p> <p style="text-align:left"><span style="font-size:10pt"><span style="font-family:Kantho"><span style="color:black"><span style="font-size:14.0pt"><span style="font-family:SolaimanLipi">ভূমি অধিগ্রহণ কার্যক্রমের মধ্যেই কেটে গেছে প্রায় সাড়ে আট বছর। এখনো রাজশাহী মেডিক্যাল বিশ্ববিদ্যালয়ের নিজস্ব অফিস, ভবন বা ক্যাম্পাস গড়ে ওঠেনি। সরকারের অনুমোদনক্রমে রাজশাহী মেডিক্যাল কলেজ হাসপাতালের ক্যাম্পাসে ছোট্ট একটি ভবনে চলছে বিশ্ববিদ্যালয়ের সীমিত কার্যক্রম।</span></span></span></span></span></p> <p style="text-align:left"><span style="font-size:10pt"><span style="font-family:Kantho"><span style="color:black"><span style="font-size:14.0pt"><span style="font-family:SolaimanLipi">এ বিশ্ববিদ্যালয়ের কার্যক্রম থমকে থাকার বিষয়টিকে বিগত আওয়ামী লীগ সরকারের ফ্যাসিবাদী ও খামখেয়ালি আচরণের বহিঃপ্রকাশ হিসেবে দেখছেন রাজশাহী সিটির সাবেক মেয়র মোহাম্মদ মোসাদ্দেক হোসেন বুলবুল। তিনি বলেন, </span></span><span style="font-size:14.0pt"><span style="font-family:"Times New Roman","serif"">‘</span></span><span style="font-size:14.0pt"><span style="font-family:SolaimanLipi">একটি তিন সদস্যবিশিষ্ট কমিশন গঠন করে বিশ্ববিদ্যালয়ের কাজকে এগিয়ে নিতে হবে।</span></span><span style="font-size:14.0pt"><span style="font-family:"Times New Roman","serif"">’</span></span> </span></span></span></p> <p style="text-align:left"><span style="font-size:10pt"><span style="font-family:Kantho"><span style="color:black"><span style="font-size:14.0pt"><span style="font-family:SolaimanLipi">রাজশাহী মেডিক্যাল বিশ্ববিদ্যালয় নিয়ে কালের কণ্ঠকে নবনিযুক্ত ভাইস চ্যান্সেলর প্রফেসর ডা. মোহা. জাওয়াদুল হক বলেন, রাজশাহী মেডিক্যাল বিশ্ববিদ্যালয় প্রতিষ্ঠার প্রায় সাড়ে আট বছর পার হয়েছে, কিন্তু অগ্রগতি দৃশ্যমান হয়নি। চেষ্টা করছি যতদ্রুত সম্ভব বিশ্ববিদ্যালয়ের কাজ এগিয়ে নিতে।</span></span></span></span></span></p> <p style="text-align:left"> </p>