<p style="text-align:left"><span style="font-size:10pt"><span style="font-family:Kantho"><span style="color:black"><span style="font-size:14.0pt"><span style="font-family:SolaimanLipi">বগুড়ার শেরপুরে আলাল পোলট্রি অ্যান্ড ফিস মিড লিমিটেড নামের একটি প্রতিষ্ঠানে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। সোমবার দিবাগত রাত সাড়ে ১২টার দিকে উপজেলার শাহবন্দেগী ইউনিয়নের বাগড়া হঠাৎপাড়া এলাকায় অবস্থিত ওই প্রতিষ্ঠানে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে। পরে স্থানীয়দের সহযোগিতায় ফায়ার সার্ভিস অ্যান্ড সিভিল ডিফেন্সের ছয়টি ইউনিট আট ঘণ্টা চেষ্টা চালিয়ে আগুন নিয়ন্ত্রণে আনে। </span></span></span></span></span></p> <p style="text-align:left"><span style="font-size:10pt"><span style="font-family:Kantho"><span style="color:black"><span style="font-size:14.0pt"><span style="font-family:SolaimanLipi">ক্ষতিগ্রস্ত প্রতিষ্ঠানের সিনিয়র ব্যবস্থাপক মামুনুর রশীদ বলেন, </span></span><span style="font-size:14.0pt"><span style="font-family:"Times New Roman","serif"">‘</span></span><span style="font-size:14.0pt"><span style="font-family:SolaimanLipi">হঠাৎ করেই পোলট্রি অ্যান্ড ফিস ফিড মিলের কাঁচামাল রাখার গোডাউন থেকে আগুনের সূত্রপাত হয়। তাৎক্ষণিক স্থানীয় ফায়ার সার্ভিস স্টেশনে খবর দেওয়া হয়। পরে তারা এসে জেলার আশপাশের উপজেলা থেকে ফায়ার সার্ভিসের আরো পাঁচটি ইউনিটকে খবর দেয়। সবকটি ইউনিট চেষ্টা চালিয়ে আগুন নিয়ন্ত্রণে আনতে সক্ষম হয়।</span></span><span style="font-size:14.0pt"><span style="font-family:"Times New Roman","serif"">’</span></span><span style="font-size:14.0pt"><span style="font-family:SolaimanLipi"> ব্যবস্থাপকের দাবি, অগ্নিকাণ্ডে গোডাউনে থাকা ফিড তৈরির তিন হাজার ১৭০ মেট্রিক টন সয়াবিন, দুই হাজার ৯৫ মেট্রিক টন ভুট্টা, ৯৫৫ মেট্রিক টন কেমিক্যাল সিজিএন পুড়ে ছাই হয়ে গেছে। সব মিলে তাদের ৪৬ কোটি টাকার ক্ষয়ক্ষতি হয়েছে বলে দাবি করেন তিনি।</span></span></span></span></span></p>