<p>নিজ ঘরে বিদ্যুত্পৃষ্ট হয়ে মারা গেছেন এক চিকিৎসক। তাঁর নাম তারিকুল আলম নোমান (৪২)। তিনি ময়মনসিংহ মেডিক্যাল কলেজ (মমেক) হাসপাতালের অর্থোপেডিক্স বিভাগের সহকারী অধ্যাপক ছিলেন। শুক্রবার ভোরে নগরীর মুন্সিবাড়ী এলাকার নিজ বাসায় বিদ্যুত্স্পর্শের এ ঘটনা ঘটে। পারিবারিক সূত্র জানায়, মোবাইল চার্জ দেওয়ার সময় এ দুর্ঘটনা ঘটে। সংশ্লিষ্ট সূত্রগুলো জানায়, তারিকুল আলম নোমান মধ্যরাতের দিকে হাসপাতাল থেকে অপারেশন করে বাসায় নিজ কক্ষে ঘুমিয়ে পড়েন। শেষ রাতের দিকে ওই কক্ষ থেকে ধোয়া ও পোড়া গন্ধ আসার পর পরিবারের অন্য সদস্যরা দ্রুত ঘরের দরজা ভেঙে ভেতরে প্রবেশ করেন। এ সময় তারা তারিকুল ইসলাম নোমানকে পড়ে থাকতে দেখে হাসপাতালে নিয়ে যায়। হাসপাতালে নেওয়ার আগেই মৃত্যু হয় তাঁর। ময়মনসিংহ কোতোয়ালি মডেল থানার ওসি (তদন্ত) সাইফুল ইসলাম বলেন, পরিবারের পক্ষ থেকে ময়নাতদন্ত  ছাড়া মরদেহ নেওয়ার আবেদন করলে স্বজনদের কাছে দিয়ে দেওয়া হয়। পরিবারের লোকজনের ধারণা, রাতের কোনো এক সময় মোবাইল চার্জ দিতে গিয়ে বিদ্যুত্স্পৃষ্টে ঘটনাস্থলেই তিনি মারা যান। এতে চিকিৎসকের দুই হাত, বুক, নাক-মুখ পুড়ে যায়।</p> <p> </p>