<p style="text-align:justify"><span style="font-size:11pt"><span style="font-family:"Calibri","sans-serif""><span style="font-size:14.0pt"><span style="font-family:SolaimanLipi">গোপালগঞ্জে স্বেচ্ছাসেবক দলের সভাপতি এস এম জিলানির বাড়িতে হামলা চালিয়ে আসবাব ভাঙচুর ও মেহমানদের জন্য রান্না করে রাখা দেড় লাখ টাকার খাবার নষ্টের অভিযোগে টুঙ্গিপাড়ার ৭৯ জন আওয়ামী লীগ নেতাকর্মীকে আসামি করে একটি মামলা দায়ের করা হয়েছে। গোপালগঞ্জ জেলা শ্রমিকদলের যুগ্ম সাধারণ সম্পাদক ও এস এম জিলানির ভাতিজা বাদী হয়ে গত বুধবার রাতে এই মামলাটি করেন। মামলায় টুঙ্গিপাড়া উপজেলার বিভিন্ন পর্যায়ের ২৯ জন আওয়ামী লীগ নেতাকর্মীর নাম উল্লেখ করে অজ্ঞাতপরিচয় আসামি করা হয়েছে আরো ৪০-৫০ জনকে। টুঙ্গিপাড়া থানার পরিদর্শক খন্দকার আমিনুর রহমান মামলা দায়েরের বিষয়টি নিশ্চিত করে বলেন, আসামিরা পলাতক থাকায় এ ঘটনায় এখনো কাউকে গ্রেপ্তার করা সম্ভব হয়নি।</span></span></span></span></p> <p style="text-align:justify"> </p>