<p>বাঁশখালী উপজেলার গণ্ডামারা ইউনিয়নের সাবেক চেয়ারম্যান ও আলোচিত বিএনপি নেতা লিয়াকত আলী ও তাঁর স্ত্রী জেসমিন আক্তারের বিরুদ্ধে দুর্নীতি দমন কমিশন (দুদক) মামলা করেছে। গত মঙ্গলবার দুর্নীতি দমন কমিশন চট্টগ্রামের সহকারী পরিচালক আবদুল মালেক বাদী হয়ে মামলাটি দায়ের করেন। লিয়াকত চট্টগ্রাম দক্ষিণ জেলা বিএনপির সাবেক যুগ্ম আহ্বায়ক ও বাঁশখালীর গণ্ডামারা ইউনিয়ন পরিষদের (ইউপি) চেয়ারম্যান ছিলেন। বর্তমানে তিনি বরখাস্ত। এস আলমের মালিকানাধীন কয়লাভিত্তিক বিদ্যুৎ প্রকল্প (এসএস পাওয়ার প্লান্ট) নির্মাণে বিরোধিতা করে আলোচনায় আসেন লিয়াকত আলী।</p> <p>এসএস পাওয়ার প্লান্টসহ বিভিন্ন প্রতিষ্ঠান থেকে চাঁদা আদায়, রাষ্ট্রদ্রোহিতা, হত্যা, ভূমি ও জলদস্যুতাসহ অন্যান্য অপরাধমূলক কর্মকাণ্ডে এলাকায় ত্রাস সৃষ্টি, উপকূলীয় জলদস্যু বাহিনী ও সন্ত্রাসীদের সঙ্গে সম্পৃক্ততার অভিযোগে লিয়াকতকে গত বছরের ৭ মার্চ চেয়ারম্যান পদ থেকে সাময়িক বরখাস্ত করে স্থানীয় সরকার মন্ত্রণালয়।</p> <p>দুদক কর্মকর্তা আবদুল মালেক জানান, লিয়াকত ও তাঁর স্ত্রীর বিরুদ্ধে দুই কোটি ৮৫ লাখ ১৩ হাজার অবৈধ সম্পদ অর্জনের অভিযোগে মামলা হয়েছে। লিয়াকত জনপ্রতিনিধি থাকাকালে দুর্নীতির মাধ্যমে এসব সম্পদ অর্জন করেছেন। এর বেশির ভাগ সম্পদ তাঁর স্ত্রীর নামে নেন। লিয়াকত ও তাঁর স্ত্রীর নামে আরো সম্পদ আছে কি না, তা তদন্তে বেরিয়ে আসবে।</p> <p>লিয়াকত আলী বলেন, ‘রাজনৈতিক ও সামাজিকভাবে ক্ষতিগ্রস্ত করতে আমার ও আমার স্ত্রীর বিরুদ্ধে মিথ্যা মামলা করা হয়েছে।’</p>