<p>জামালপুরের সরিষাবাড়ী উপজেলার যমুনা সার কারখানায় গ্যাস সংযোগ দিয়ে পুনরায় চালুর দাবি জানিয়েছে কারখানা শ্রমিক দল আঞ্চলিক শাখা ও থানা শ্রমিক দল। গতকাল বুধবার সকালে মানববন্ধন, বিক্ষোভ ও প্রতিবাদ কর্মসূচি পালন করেন তাঁরা। এ সময় শ্রমিক ও কর্মচারীরা তারাকান্দি এলাকায় সরিষাবাড়ী-ভুয়াপুর প্রধান সড়কে ঘণ্টাব্যাপী এ মানববন্ধন করেন। মানববন্ধন শেষে বিক্ষোভ মিছিল বের করা হয়। মিছিলটি সরিষাবাড়ী-ভুয়াপুর সড়ক প্রদক্ষিণ করে এক প্রতিবাদ সমাবেশে মিলিত হয়। এতে কারখানার কয়েক শ শ্রমিক-কর্মচারী ও সার ব্যবসায়ী অংশ নেন।</p> <p>বক্তারা বলেন, ‘বিগত দিনে আওয়ামী লীগের নেতারা লুটপাট করে কারখানা ধ্বংস করে দিয়েছেন। এখন যমুনা সার কারখানাকে বাঁচাতে গ্যাস সরবরাহ জরুরি হয়ে পড়েছে। চলতি বছরের ১৫ জানুয়ারি সংকটের অজুহাতে গ্যাস সরবরাহ বন্ধ করে দেয় তিতাস কর্তৃপক্ষ।</p> <p> </p>