<p>কুষ্টিয়া সদর উপজেলার মোল্লাতেঘরিয়া এলাকার হোমিও চিকিৎসক এবাদত আলীর (৬৭) ওপর হামলা করে তাঁকে ছুরিকাহত করেছে আওয়ামী যুবলীগ নামধারী একদল দুর্বৃত্ত। গত শনিবার সন্ধ্যায় তিনি ওষুধ কেনার জন্য বাড়ির বাইরে গেলে যুবলীগ ক্যাডার রাসেল, রাকিব ও শরিফ তাঁকে ধরে মুখে সুপারগ্লু লাগিয়ে কয়েক মাইল দূরের একটি নির্জন স্থানে নিয়ে যান। এরপর ওই চিকিৎসককে জবাই করতে উদ্যত হলে এবাদত আলীর চিৎকারে এলাকার লোকজন এগিয়ে এলে দুষ্কৃতকারীরা পালিয়ে যান।</p> <p>এবাদত আলীর জামাতা সাংবাদিক নেতা আবুল কালাম আজাদ বলেন, ‘গত শুক্রবার রাতে ঘটনার সময় দুর্বৃত্তরা বাধবাজারের রাস্তার পাশে আমার শ্বশুরের হাত-পা বেঁধে বুকের ওপর বসে গলাকাটার চেষ্টা করলে আশপাশের মানুষ দেখে ফেলায় দুর্বৃত্তরা তাঁকে ছুরিকাঘাত করে সেখান থেকে মোটরসাইকেল যোগে পালিয়ে যায়। পরে স্থানীয় এবং তাঁর আত্মীয়রা এগিয়ে এসে তাঁকে উদ্ধার করে চিকিৎসার জন্য কুষ্টিয়া সদর হাসপাতালে নিয়ে যায়।’ এর আগেও রাকিব ও রাসেল আরো দুবার এবাদত আলীর ওপর রামদা দিয়ে হামলা করে বলে অভিযোগ রয়েছে।</p> <p>স্থানীয়রা জানায়, এ ঘটনার পর এবাদত আলীর মেয়ে আয়েশা খাতুন কুষ্টিয়া সদর থানায় একটি সারারণ ডায়েরি করলেও পুলিশ গতকাল রবিবার পর্যন্ত এ ব্যাপারে কোনো ব্যবস্থা গ্রহণ করেনি।</p> <p>কুষ্টিয়া সদর থানার ওসি মাহাফুজুল হক চৌধুরী কালের কণ্ঠকে বলেন, ‘জিডি গ্রহণের পর আমরা এবাদত আলীকে নিয়ে ঘটনাস্থল পরিদর্শন করেছি। জমিজমাসংক্রান্ত বিরোধের জের ধরে এবাদত আলীর ওপর হামলা হয়েছে বলে আমরা ধারণা করছি। বিষয়টি তদন্ত করা হচ্ছে।’</p> <p> </p>