<p>রংপুরে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে গুলিবিদ্ধ হয়ে স্বর্ণ শ্রমিক মুসলিম উদ্দিন মিলন হত্যার ঘটনায় জাতীয় সংসদের সাবেক স্পিকার শিরীন শারমিন চৌধুরী ও সাবেক বাণিজ্যমন্ত্রী টিপু মুনশিসহ ১৭ জনের বিরুদ্ধে হত্যা মামলা দায়ের করা হয়েছে। ময়নাতদন্ত ছাড়াই দাফন করা মিলনের মরদেহ ২০ জুলাই মুন্সিপাড়া কবরস্থান থেকে ৫৮ দিন পর উত্তোলন করা হয়েছে। গতকাল রবিবার দুপুরে মামলার সুষ্ঠু তদন্তের স্বার্থে আদালতের নির্দেশে নগরের মুন্সিপাড়া কবরস্থান থেকে মিলনের মরদেহ তোলা হয়। ময়নাতদন্তের জন্য মরদেহ রংপুর মেডিক্যাল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে। গত ২৭ আগস্ট দুপুরে চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট কোতোয়ালি আমলি আদালতের বিচারক রাজু আহম্মেদের আদালতে মামলাটি করেছেন রংপুর নগরের পূর্ব গণেশপুর এলাকার স্বর্ণ শ্রমিক মুসলিম উদ্দিন মিলনের স্ত্রী দিলরুবা আক্তার (৩২)।</p> <p> </p> <p> </p>