<p style="text-align:left"><span style="font-size:10pt"><span style="font-family:Kantho"><span style="color:black"><span style="font-size:14.0pt"><span style="font-family:SolaimanLipi">লক্ষ্মীপুরে মামলা থেকে নাম বাদ দিতে স্বেচ্ছাসেবক লীগ নেতার কাছে দুই লাখ টাকা চাঁদা চাওয়ার ঘটনায় কৃষক দল নেতা জসিম চৌধুরীকে বহিষ্কার করা হয়েছে। এর আগে অভিযোগের ভিত্তিতে তাঁকে শোকজ করে রায়পুর উপজেলা কৃষক দল। কিন্তু শোকজের জবাব সন্তোষজনক না হওয়ায় তাঁকে বহিষ্কার করা হয়। গত শুক্রবার দুপুরে রায়পুর উপজেলা কৃষক দলের যুগ্ম আহ্বায়ক জাকির হোসেন আরিফ স্বাক্ষরিত এক চিঠির মাধ্যমে বিষয়টি নিশ্চিত করা হয়েছে। চিঠিতে উল্লেখ করা হয়, দলীয় শৃঙ্খলা পরিপন্থী অপরাধমূলক কাজে জড়িত থাকার কারণে বামনী ইউনিয়ন কৃষক দলের সদস্যসচিব জসিম চৌধুরীকে দল থেকে বহিষ্কার করা হয়েছে। উপজেলা কৃষক দলের আহ্বায়ক ও সদস্যসচিব এ বহিষ্কারাদেশ অনুমোদন করেছেন। জানা গেছে, জহির উদ্দিন লিটন নামের এক স্বেচ্ছাসেবক লীগ নেতাকে মোবাইল ফোনে কল করে হত্যা ও অস্ত্র মামলা থেকে নাম বাদ দিতে কৃষক দল নেতা জসিম দুই লাখ টাকা চাঁদা চান। তাঁদের দুজনের কথোপকথনের অডিও রেকর্ড ফেসবুকে ছড়িয়ে পড়ে।</span></span></span></span></span></p>