<p>ভারি বৃষ্টির কারণে বান্দরবানের মাতামুহুরী ও বাকখালী নদীতে বিপত্সীমার ওপর দিয়ে পানি প্রবাহিত হচ্ছে। এর ফলে জেলার দক্ষিণাংশের লামা, আলীকদম ও নাইক্ষ্যংছড়ি উপজেলার নিম্নাঞ্চল প্লাবিত হতে শুরু করেছে। তবে শঙ্খ নদীতে এখনো পানির প্রবাহ বিপত্সীমার নিচে রয়েছে বলে পানি উন্নয়ন বোর্ড জানিয়েছে।</p> <p>বান্দরবান জেলা পানি উন্নয়ন বোর্ড সূত্র জানায়, শুক্রবার ১৩ সেপ্টেম্বর বেলা ৩টা পর্যন্ত মাতামুহুরী নদীর লামা পয়েন্ট এবং বাকখালী নদীর রামু পয়েন্টে বিপত্সীমার নিচ দিয়ে পানি প্রবাহিত হচ্ছিল। কিন্তু সন্ধ্যা ৬টার আগেই এ দুটি নদীর পানি প্রবাহ বিপত্সীমা অতিক্রম করে।</p> <p>পানি উন্নয়ন বোর্ডের নির্বাহী প্রকৌশলী অরূপ চক্রবর্তী কালের কণ্ঠকে জানান, তিন দিন ধরে জেলার সর্বত্র বৃষ্টিপাত হচ্ছে। বৃহস্পতিবার সকাল ৯টা থেকে শুক্রবার সকাল ৯টা পর্যন্ত ২৪ ঘণ্টায় লামায় ১৩০ মিলিমিটার এবং বান্দরবানে ৫০.৭ মিলিমিটার বৃষ্টিপাত রেকর্ড করা হয়েছে।</p> <p>এদিকে লাগাতার বৃষ্টিপাতের কারণে পাহাড় ও ভূমিধসের আশঙ্কা দেখা দিয়েছে। এমন অবস্থায় পাহাড়ের পাদদেশ ও ঝুঁকিপূর্ণ এলাকাগুলোতে বসবাসকারীদের নিরাপদ স্থানে সরে আসার জন্য জেলা প্রশাসন, বান্দরবান পৌরসভা এবং উপজেলা পরিষদগুলোর পক্ষ থেকে মাইকিং করে জনসাধারণকে অনুরোধ জানানো হচ্ছে।</p> <p> </p> <p> </p> <p> </p>