<p><span style="font-size:11pt"><span style="font-family:"Calibri","sans-serif""><span style="font-size:14.0pt"><span style="font-family:SolaimanLipi">বরগুনার আমতলী উপজেলার মধ্য তারিকাটা গ্রামে পূর্বশক্রতার জেরে রাতে আগুন দিয়ে দোকানঘর পুড়িয়ে দেওয়া হয়েছে বলে অভিযোগ পাওয়া গেছে। দোকান ও মালামাল পুড়ে প্রায় সাত লাখ টাকার ক্ষতি হয়েছে বলে দাবি করেছেন ভুক্তভোগী। গত মঙ্গলবার গভীর রাতে এই অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে। জানা গেছে, আমতলী উপজেলার আরপাঙ্গাশিয়া ইউনিয়নের মধ্য তারিকাটা গ্রামের শ্রীকান্ত দাসের ছেলে সচিন্দ্র দাসের সঙ্গে তাঁর চাচাতো ভাই দীপঙ্কর দাসের দীর্ঘদিন ধরে পারিবারিক ও জমিজমা নিয়ে দ্বন্দ্ব চলছিল। ওই দ্বন্দ্বের জেরে একাধিকবার মামলা দায়েরের ঘটনাও ঘটেছে। সচিন্দ্র দাসের অভিযোগ, মঙ্গলবার রাত সাড়ে ৩টার দিকে দীপঙ্কর দাসের নেতৃত্বে নীলকমল, সুদেব দাস, কার্তিক দাস দোকানঘরে আগুন দেন। অগ্নিকাণ্ডের ফলে দোকানে রাখা একটি ফ্রিজ, একটি টিভি, তিনটি ডিজেলচালিত মেশিন, দোকানের মালামালসহ প্রায় সাত লাখ টাকার ক্ষতি হয়েছে। খবর পেয়ে বুধবার সকালে আমতলী পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে।  অভিযুক্ত দীপঙ্কর দাস অভিযোগ অস্বীকার করে বলেন, </span></span><span style="font-size:14.0pt"><span style="font-family:"Times New Roman","serif"">‘</span></span><span style="font-size:14.0pt"><span style="font-family:SolaimanLipi">রাতের অন্ধকারে কে বা কারা আগুন দিয়েছে ওই বিষয়ে আমি কিছুই জানি না। আমাকে হয়রানি করার জন্য এমন অভিযোগ করা হচ্ছে।</span></span><span style="font-size:14.0pt"><span style="font-family:"Times New Roman","serif"">’</span></span></span></span></p>