<p style="text-align:justify"><span style="font-size:11pt"><span style="font-family:"Calibri","sans-serif""><span style="font-size:14.0pt"><span style="font-family:SolaimanLipi">পঞ্চগড়ে কাঁচা চা-পাতার ন্যায্য মূল্য নিশ্চিত করাসহ আট দাবিতে বিক্ষোভ মিছিল ও সমাবেশ করেছেন ক্ষুদ্র চাচাষিরা। গতকাল সোমবার বিকেলে পঞ্চগড় কেন্দ্রীয় শহীদ মিনারের সামনে মহাসড়কে এ কর্মসূচি পালন করেন তাঁরা। পঞ্চগড় চা-বাগান মালিক সমিতি ও উত্তরবঙ্গ চাচাষ রক্ষা আন্দোলন কমিটির ডাকে আন্দোলনকারীরা পরে জেলা প্রশাসকের কার্যালয়ের সামনে অবস্থান নেন। এ সময় প্রশাসনের কর্মকর্তারা বিষয়টি সমাধানের জন্য সময় চাইলে সাত দিনের আল্টিমেটাম দেন চাষিরা। আন্দোলনরত চাষিদের অভিযোগ, কয়েক বছর ধরে কারখানা মালিকরা সিন্ডিকেট করে কম দরে চা-পাতা কিনছেন। আবার ওজন থেকে ৪০ শতাংশ পর্যন্ত বাদ দিয়ে দেওয়া হচ্ছে দাম। এভাবে ক্রমাগত লোকসান গুনছেন চাষিরা। প্রশাসন ও চা বোর্ড বারবার আশ্বাস দিলেও এখনো কোনো সমাধান আসেনি।</span></span></span></span></p>