<p><span style="font-size:11pt"><span style="font-family:"Calibri","sans-serif""><span style="font-size:14.0pt"><span style="font-family:SolaimanLipi">কিশোরগঞ্জের পাকুন্দিয়ায় উপজেলা যুব উন্নয়ন কর্মকর্তার কার্যালয়ের ভবনটি দীর্ঘদিন সংস্কারের অভাবে জরাজীর্ণ অবস্থায় আছে। ভবনটির প্রতিটি কক্ষের ছাদ ও দেয়ালের পলেস্তারা খসে রড বেরিয়ে গেছে। এমন ঝুঁকিপূর্ণ ভবনেই কর্মকর্তা-কর্মচারীদের প্রতিদিন অফিস করতে হচ্ছে। </span></span></span></span></p> <p><span style="font-size:11pt"><span style="font-family:"Calibri","sans-serif""><span style="font-size:14.0pt"><span style="font-family:SolaimanLipi">সরেজমিনে গিয়ে দেখা গেছে, একতলাবিশিষ্ট ভবনটিতে ছোট ছোট তিনটি কক্ষ রয়েছে। গাদাগাদি করে বসে অফিসের কাজকর্ম করছেন কর্মকর্তা-কর্মচারীরা। পর্যাপ্ত জায়গা না থাকায় সেবাগ্রহীতারাও দাঁড়িয়ে আছেন। উপজেলা যুব উন্নয়ন কর্মকর্তা যে কক্ষটিতে বসেন, সেটির ছাদ ও দেয়ালের পলেস্তারাও খসে পড়ছে। অন্য কক্ষের অবস্থা আরো খারাপ। ভবনজুড়ে বড় বড় ফাটল, ছাদ ও দেয়ালের পলেস্তারা উঠে রড বেরিয়ে গেছে। প্রতিটি দরজা-জানালা ভাঙা। বর্ষা মৌসুমে পুরো ভবনের ছাদ চুঁইয়ে পানি পড়ে মূল্যবান কাগজপত্র নষ্ট হচ্ছে বলে জানিয়েছেন কর্মকর্তা-কর্মচারীরা। </span></span></span></span></p> <p><span style="font-size:11pt"><span style="font-family:"Calibri","sans-serif""><span style="font-size:14.0pt"><span style="font-family:SolaimanLipi">জানা যায়, যুব ও ক্রীড়া মন্ত্রণালয়ের অধীনে ১৯৭৮ সালে পাকুন্দিয়া উপজেলা যুব উন্নয়ন কর্মকর্তার কার্যালয় ভবনটি নির্মিত হয়। এর পর থেকে ভবনটি কোনো সংস্কার না হওয়ায় বর্তমানে ভবনটি মৃত্যুফাঁদে পরিণত হয়েছে। এখানে বর্তমানে ছয়জন কর্মকর্তা-কর্মচারী আছেন। </span></span></span></span></p> <p><span style="font-size:11pt"><span style="font-family:"Calibri","sans-serif""><span style="font-size:14.0pt"><span style="font-family:SolaimanLipi">উপজেলা যুব উন্নয়ন কর্মকর্তা মো. মোজাম্মেল হোসেন বলেন, বৃষ্টির মৌসুমে ভবনটির ছাদ চুঁইয়ে পানি পড়ে মেঝেতে জমে থাকে। এতে মূল্যবান কাগজপত্র নষ্ট হচ্ছে। ঝুঁকিপূর্ণ ভবনটি সংস্কারের জন্য সংশ্লিষ্ট কর্তৃপক্ষের কাছে অনেকবার চিঠি পাঠানো হয়েছে। কিন্তু কোনো কাজ হচ্ছে না। ফলে বাধ্য হয়েই ঝুঁকিপূর্ণ ভবনেই দাপ্তরিক কাজ করতে হচ্ছে।</span></span></span></span></p>