<p><span style="font-size:11pt"><span style="font-family:"Calibri","sans-serif""><span style="font-size:14.0pt"><span style="font-family:SolaimanLipi">সরকারি অর্থায়নে নির্মিত দিনাজপুরের বিরামপুর উপজেলার কাটলা বাজারের গ্রোথ সেন্টারের দোকান বরাদ্দ দেওয়ার নামে দোকানিদের কাছ থেকে প্রায় কোটি টাকা ঘুষ নেওয়ার অভিযোগ উঠেছে স্থানীয় ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ও আওয়ামী লীগ নেতা ইউনুস আলীর বিরুদ্ধে। এ ব্যাপারে উপজেলা নির্বাহী কর্মকর্তা বরাবর লিখিত অভিযোগ দিয়েছেন ২৭ জন দোকানি।</span></span> </span></span></p> <p><span style="font-size:11pt"><span style="font-family:"Calibri","sans-serif""><span style="font-size:14.0pt"><span style="font-family:SolaimanLipi">অভিযোগ অনুযায়ী, গ্রোথ সেন্টার নির্মাণের আগে ওই স্থানে স্থানীয় ৫৪ জন খুচরা ব্যবসায়ী দোকান পরিচালনা করতেন। এরপর ওই সব ব্যবসায়ীকে অগ্রাধিকার ভিত্তিতে দোকান বরাদ্দ দেওয়ার কথা থাকলেও ওপর তলা ও নিচতলায় তাঁদের বঞ্চিত করে প্রতিটি দোকানঘর নিজের পছন্দমতো লোকদের বরাদ্দ দিয়ে কোটি টাকারও বেশি  হাতিয়ে নিয়েছেন ইউপি চেয়ারম্যান ইউনুস আলী। ৪০ হাজার থেকে শুরু করে সাড়ে তিন লাখ টাকা পর্যন্ত নেওয়া হয়েছে। </span></span></span></span></p> <p><span style="font-size:11pt"><span style="font-family:"Calibri","sans-serif""><span style="font-size:14.0pt"><span style="font-family:SolaimanLipi">ইউএনওর কার্যালয় সূত্রে জানা গেছে, স্থানীয় সরকার প্রকৌশল অধিদপ্তরের (এলজিইডি) অর্থায়নে গ্রামীণ হাট-বাজার উন্নয়ন প্রকল্পের আওতায় ২০২৪ সালের এপ্রিলে দুই কোটি ৬৯ লাখ ৯ হাজার ৮০০ টাকা ব্যয়ে কাটলা বাজারে দোতলাবিশিষ্ট গ্রোথ সেন্টারের ভবন নির্মাণ করা হয়। নিচতলায় পাঁচটি শেডে ৩৮টি উন্মুক্ত দোকান ও দ্বিতীয় তলায় ২৪টি দোকানঘর রয়েছে। </span></span></span></span></p> <p><span style="font-size:11pt"><span style="font-family:"Calibri","sans-serif""><span style="font-size:14.0pt"><span style="font-family:SolaimanLipi">গতকাল কাটলা বাজারে গিয়ে দেখা যায়, কাটলা কেন্দ্রীয় মসজিদের সামনের সড়কের পাশে গ্রোথ সেন্টারটির অবস্থান। নিচতলায় সবজি ব্যবসায়ীরা দোকান পরিচালনা করে ব্যবসা করছেন। ওপর তলায় ২৪টি দোকান তালাবদ্ধ রয়েছে। তালাবদ্ধ দোকানগুলো স্থানীয় ব্যবসায়ীরা দখল করে রেখেছেন বলে জানান স্থানীয় লোকজন। </span></span></span></span></p> <p><span style="font-size:11pt"><span style="font-family:"Calibri","sans-serif""><span style="font-size:14.0pt"><span style="font-family:SolaimanLipi">এ ব্যাপারে কাটলা বাজারের হাট-বাজার বণিক কমিটির সাধারণ সম্পাদক সামসুল মিয়া বলেন, </span></span><span style="font-size:14.0pt"><span style="font-family:"Times New Roman","serif"">‘</span></span><span style="font-size:14.0pt"><span style="font-family:SolaimanLipi">সরকারিভাবে নির্মিত বাজারে গ্রোথ সেন্টারের স্থানে আগে যারা দোকান করতেন, তাঁদেরই সেখানে ব্যবসা করতে দেওয়ার প্রতিশ্রুতি দিয়ে গ্রোথ সেন্টার নির্মাণ করা হয়। সরকারি  টাকায় গ্রোথ সেন্টার নির্মাণ করা হলেও নিজের স্বার্থ হাসিলের জন্য আওয়ামী লীগের দলীয় লোক ও এমপির ভয় দেখিয়ে সাধারণ ব্যবসায়ীদের কাছ থেকে কোটি টাকার ওপরে হাতিয়ে নিয়েছেন ইউনুস আলী। অনেক ব্যবসায়ী টাকা দিয়েও সেখানে দোকান পাননি। </span></span></span></span></p> <p><span style="font-size:11pt"><span style="font-family:"Calibri","sans-serif""><span style="font-size:14.0pt"><span style="font-family:SolaimanLipi">উপজেলা হাট-বাজার ব্যবস্থাপনা কমিটির সভাপতি ও উপজেলা নির্বাহী কর্মকর্তা নুজহাত তাসনীম বলেন, </span></span><span style="font-size:14.0pt"><span style="font-family:"Times New Roman","serif"">‘</span></span><span style="font-size:14.0pt"><span style="font-family:SolaimanLipi">কাটলা বাজারে স্থানীয় ব্যবসায়ীদের সুবিধার্থে প্রায় পৌনে তিন কোটি টাকা ব্যয়ে একটি গ্রোথ সেন্টার নির্মাণ করেছে সরকার। সেখানে দোকান বরাদ্দের নামে স্থানীয় ইউপি চেয়ারম্যানের বিরুদ্ধে মোটা অঙ্কের টাকা আদায়ের লিখিত অভিযোগ করেছেন ২৭ জন দোকানি। বিষয়টি তদন্ত করে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে। </span></span></span></span></p> <p> </p>