<p><span style="font-size:11pt"><span style="font-family:"Calibri","sans-serif""><span style="font-size:14.0pt"><span style="font-family:SolaimanLipi">ময়মনসিংহের গফরগাঁওয়ে পরিবর্তিত পরিস্থিতিতে সরকারের খাদ্যবান্ধব কর্মসূচির ডিলার থাকতে অস্বীকৃতি জানিয়েছেন ২৩ জন ডিলার। গতকাল বৃহস্পতিবার উপজেলা খাদ্য নিয়ন্ত্রকের কার্যালয়ে লেখা চিঠির মাধ্যমে ডিলার থাকতে অস্বীকৃতি জানিয়েছেন তাঁরা। </span></span></span></span></p> <p><span style="font-size:11pt"><span style="font-family:"Calibri","sans-serif""><span style="font-size:14.0pt"><span style="font-family:SolaimanLipi">উপজেলা খাদ্য নিয়ন্ত্রকের দপ্তর সূত্রে জানা যায়, উপজেলার ১৫টি ইউনিয়নে সরকারের খাদ্যবান্ধব কর্মসূচির আওতায় মোট ৪৩ জন ডিলার নিয়োগ দেওয়া হয়। কিন্তু পরিবর্তিত পরিস্থিতিতে ২৩ জন ডিলার লিখিতভাবে পরিবেশক থাকতে অস্বীকৃতি জানিয়েছেন।</span></span></span></span></p> <p><span style="font-size:11pt"><span style="font-family:"Calibri","sans-serif""><span style="font-size:14.0pt"><span style="font-family:SolaimanLipi">উপজেলা খাদ্য নিয়ন্ত্রক আছাদুজ্জামান বলেন, </span></span><span style="font-size:14.0pt"><span style="font-family:"Times New Roman","serif"">‘</span></span><span style="font-size:14.0pt"><span style="font-family:SolaimanLipi">চলমান অবস্থায় ১৫ ইউনিয়নের ৪৩ জন পরিবেশকের মধ্যে এ পর্যন্ত ২৩ জন লিখিতভাবে অস্বীকৃতি জানিয়েছেন। এ ছাড়া অনেকে ফোন করে পরিবেশক থাকতে অস্বীকৃতি জানিয়েছেন। বিষয়টি নির্বাহী কর্মকর্তাকে জানিয়েছি।</span></span><span style="font-size:14.0pt"><span style="font-family:"Times New Roman","serif"">’</span></span></span></span></p> <p><span style="font-size:11pt"><span style="font-family:"Calibri","sans-serif""><span style="font-size:14.0pt"><span style="font-family:SolaimanLipi">উপজেলা নির্বাহী কর্মকর্তা রুবাইয়া ইয়াসমিন বলেন, </span></span><span style="font-size:14.0pt"><span style="font-family:"Times New Roman","serif"">‘</span></span><span style="font-size:14.0pt"><span style="font-family:SolaimanLipi">ঊর্ধ্বতন কর্তৃপক্ষের নির্দেশনা মোতাবেক এ ব্যাপারে পরবর্তী পদক্ষেপ নেওয়া হবে।</span></span><span style="font-size:14.0pt"><span style="font-family:"Times New Roman","serif"">’</span></span> </span></span></p>