<p><span style="font-size:11pt"><span style="font-family:"Calibri","sans-serif""><span style="font-size:14.0pt"><span style="font-family:SolaimanLipi">পাবনার ভাঙ্গুড়া উপজেলার দুটি ইউনিয়নে বিসিআইসির (বাংলাদেশ কেমিক্যাল ইন্ডাস্ট্রিজ করপোরেশন) স্থানীয় সার ডিলার না থাকার কারণে বিভিন্ন ধরনের সার ক্রয়ে দুর্ভোগে পড়েছেন কৃষকরা। এতে উপজেলার খানমরিচ ও পারভাঙ্গুড়া ইউনিয়নে প্রায় ১৫ হাজারের অধিক কৃষককে সাব-ডিলারদের কাছ থেকে বেশি দামে সার ক্রয় করতে হচ্ছে। এ ছাড়া সময়মতো সার পেতেও ভোগান্তিতে পড়তে হচ্ছে বলে অভিযোগ কৃষকদের।</span></span></span></span></p> <p><span style="font-size:11pt"><span style="font-family:"Calibri","sans-serif""><span style="font-size:14.0pt"><span style="font-family:SolaimanLipi">জানা যায়, প্রায় দেড় যুগ আগে বিভিন্ন সময়ে উপজেলার পাঁচটি ইউনিয়ন ও একটি পৌরসভায় বিসিআইসির সার ডিলার নিয়োগ দেন সংশ্লিষ্ট দপ্তর। সে সময় উপজেলার খানমরিচ ও পারভাঙ্গুড়া ইউনিয়নে ডিলার নিয়োগ পান জেলার বেড়া উপজেলার নগরবাড়ী এলাকার দুজন সার ব্যবসায়ী। খানমরিচ ইউনিয়ন থেকে নগরবাড়ীর দূরত্ব প্রায় ৫০ কিলোমিটার এবং পারভাঙ্গুড়া থেকে প্রায় ৪০ কিলোমিটার হওয়ায় ডিলাররা চুক্তিভিত্তিক ভাঙ্গুড়া বাজারের একাধিক ব্যবসায়ীকে সাব-ডিলার নিয়োগ দেন এই দুই ইউনিয়নে। এতে একাধিক মধ্যস্বত্ব ডিলার থাকার কারণে সরকার নির্ধারিত মূল্যের চেয়ে বেশি দামে ভাঙ্গুড়া বাজারে এসে সার কিনতে হয় কৃষকদের। এমনকি নির্ধারিত সময়ে সার পেতে কৃষকদের হিমশিম খেতে হয়। ফলে মূল দুজন ডিলার দুটি ইউনিয়নে শর্ত পূরণের জন্য একাধিক গুদাম ভাড়া নিয়ে রাখলেও কোনো উপকারে আসছে না কৃষকের।</span></span></span></span></p> <p><span style="font-size:11pt"><span style="font-family:"Calibri","sans-serif""><span style="font-size:14.0pt"><span style="font-family:SolaimanLipi">কৃষক নায়েব আলী বলেন, </span></span><span style="font-size:14.0pt"><span style="font-family:"Times New Roman","serif"">‘</span></span><span style="font-size:14.0pt"><span style="font-family:SolaimanLipi">ইউনিয়নে স্থানীয় সার ডিলার থাকা প্রয়োজন। কেননা স্থানীয় সার ডিলার না থাকার কারণে সব সময়ই ভাঙ্গুড়া বাজারে গিয়ে খুচরা বিক্রেতাদের কাছ থেকে বেশি দামে সার কিনতে হয়।</span></span><span style="font-size:14.0pt"><span style="font-family:"Times New Roman","serif"">’</span></span></span></span></p> <p><span style="font-size:11pt"><span style="font-family:"Calibri","sans-serif""><span style="font-size:14.0pt"><span style="font-family:SolaimanLipi">এ বিষয়ে উপজেলা কৃষি কর্মকর্তা শারমিন জাহান বলেন, </span></span><span style="font-size:14.0pt"><span style="font-family:"Times New Roman","serif"">‘</span></span><span style="font-size:14.0pt"><span style="font-family:SolaimanLipi">এসব ডিলার অনেক পূর্বে নিয়োগকৃত। তাই এই মুহূর্তে ডিলার পরিবর্তন করা সম্ভব নয়।</span></span><span style="font-size:14.0pt"><span style="font-family:"Times New Roman","serif"">’</span></span></span></span></p> <p><span style="font-size:11pt"><span style="font-family:"Calibri","sans-serif""><span style="font-size:14.0pt"><span style="font-family:SolaimanLipi">উপজেলা নির্বাহী কর্মকর্তা নাজমুন নাহার বলেন, </span></span><span style="font-size:14.0pt"><span style="font-family:"Times New Roman","serif"">‘</span></span><span style="font-size:14.0pt"><span style="font-family:SolaimanLipi">কৃষকদের দুর্ভোগ লাঘবে কৃষি কর্মকর্তার সঙ্গে কথা বলে এ বিষয়ে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।</span></span><span style="font-size:14.0pt"><span style="font-family:"Times New Roman","serif"">’</span></span></span></span></p>