<p style="text-align:justify"><span style="font-size:11pt"><span style="font-family:"Calibri","sans-serif""><span style="font-size:14.0pt"><span style="font-family:SolaimanLipi">ভোলার লালমোহনে দুর্বৃত্তরা দুটি ঘেরে বিষ প্রয়োগ করে অন্তত ১০ লাখ টাকার মাছ নিধন করেছে বলে অভিযোগ পাওয়া গেছে। গত শনিবার রাতে উপজেলার ধলীগৌরনগর ইউনিয়নের ৬ নম্বর ওয়ার্ডের চরমোল্লাজী গ্রামে এ ঘটনা ঘটে।</span></span></span></span></p> <p style="text-align:justify"><span style="font-size:11pt"><span style="font-family:"Calibri","sans-serif""><span style="font-size:14.0pt"><span style="font-family:SolaimanLipi">ঘের দুটির মালিক মো. সবুজ জানান, কয়েক বছর ধরে পাঁচ একর জমির তিনটি ঘেরে মাছ চাষ করছেন তিনি। সম্প্রতি একটি ঘেরের পানি সেচ করে সেখানকার মাছ অন্য দুটি ঘেরে নিয়ে রাখা হয়। এ ছাড়া কিছুদিন আগে ওই দুই ঘেরে আরো পাঁচ লাখ টাকার পাঙ্গাশ ও তেলাপিয়ার পোনা ছাড়া হয়। তিনি অভিযোগ করেন, শনিবার রাতের কোনো এক সময় দুর্বৃত্তরা ওই দুই ঘেরে বিষ প্রয়োগ করে। এতে ঘের দুটির সব মাছ মারা যায়। এ ঘটনায় সব মিলিয়ে তাঁর অন্তত ১০ লাখ টাকার ক্ষতি হয়েছে বলে দাবি করেন তিনি। এ ব্যাপারে থানায় লিখিত অভিযোগ দিয়েছেন সবুজ। এর আগেও একাধিকবার দুর্বৃত্তরা বিষ প্রয়োগ করে তাঁর ঘেরের চিংড়িসহ বিভিন্ন প্রজাতির মাছের পোনা নিধন করে বলেও অভিযোগ করেন তিনি। </span></span></span></span></p> <p style="text-align:justify"><span style="font-size:11pt"><span style="font-family:"Calibri","sans-serif""><span style="font-size:14.0pt"><span style="font-family:SolaimanLipi">এ ব্যাপারে লালমোহন থানার ওসি মো. মাহবুবুর রহমান কালের কণ্ঠকে বলেন, ‘মাছের ঘেরে বিষ প্রয়োগের ঘটনা নিয়ে একটি অভিযোগ পাওয়া গেছে। তদন্ত সাপেক্ষে প্রয়োজনীয় আইনি ব্যবস্থা নেওয়া হবে।</span></span></span></span></p>