<p><span style="font-size:11pt"><span style="font-family:"Calibri","sans-serif""><span style="font-size:14.0pt"><span style="font-family:SolaimanLipi"><span style="color:black">রাজধানীর উত্তরার বিমানবন্দর থানা এলাকায় টায়ারের দোকানে চুরির ঘটনায় ১২টি মামলার এজাহারনামীয় আসামি মো. রনি ওরফে গলাকাটা রনিকে (২৫) গ্রেপ্তার করেছে ডিএমপির বিমানবন্দর থানা পুলিশ। গত বৃহস্পতিবার রাত ১০টার দিকে উত্তরার ১ নম্বর সেক্টর এলাকা থেকে তাকে গ্রেপ্তার করা হয়। বিষয়টি নিশ্চিত করেন ডিএমপির মিডিয়া অ্যান্ড পাবলিক রিলেশন্স বিভাগের উপকমিশনার মুহাম্মদ তালেবুর রহমান।</span></span></span></span></span></p> <p><span style="font-size:11pt"><span style="font-family:"Calibri","sans-serif""><span style="font-size:14.0pt"><span style="font-family:SolaimanLipi"><span style="color:black">বিমানবন্দর থানা সূত্রে জানা যায়, গত ১২ সেপ্টেম্বর ভোর ৫টার দিকে উত্তরার জসীমউদ্দীন রোডের এইচআর খান টায়ার অ্যান্ড ব্যাটারি শপ-১ নামের দোকানে দুর্ধর্ষ চুরির ঘটনা ঘটে। অজ্ঞাত দুষ্কৃতকারীরা দোকানের কেচি গেট ও সাটার কেটে ৩৭টি টায়ার, ২০টি নতুন ব্যাটারি, ২৩টি পুরনো ব্যাটারি ও দোকানের ক্যাশে থাকা এক হাজার টাকাসহ সর্বমোট সাত লাখ ৮০ হাজার টাকার মালপত্র চুরি করে নিয়ে যায়। এ ঘটনায় দোকানের মালিক মো. ইউনুস খান বাদী হয়ে গত ১৫ সেপ্টেম্বর বিমানবন্দর থানায় একটি মামলা করেন। মামলাটি তদন্তকালে সিসিটিভি ফুটেজ পর্যালোচনা করে এবং প্রযুক্তির সহায়তায় ঘটনায় জড়িতদের পরিচয় ও অবস্থান শনাক্ত করা হয়। পরে অভিযান চালিয়ে রনিকে গ্রেপ্তার করা হয়। থানা সূত্রে আরো জানা যায়, গ্রেপ্তার রনি একজন পেশাদার চোর ও ডাকাত।</span></span></span></span></span></p>