<p><span style="font-size:11pt"><span style="font-family:"Calibri","sans-serif""><span style="font-size:14.0pt"><span style="font-family:SolaimanLipi"><span style="color:black">পাবনায় সুনাগরিকের দায়িত্ব ও কর্তব্য নিয়ে আলোচনাসভার আয়োজন করে বসুন্ধরা শুভসংঘ। এ সময় প্রধান অতিথি নাজিরগঞ্জ স্কুল অ্যান্ড কলেজের সহকারী অধ্যাপক এস এম মাহবুব আলম বলেন, </span></span></span><span style="font-size:14.0pt"><span style="font-family:"Times New Roman","serif""><span style="color:black">‘</span></span></span><span style="font-size:14.0pt"><span style="font-family:SolaimanLipi"><span style="color:black">বৈষম্যবিরোধী আন্দোলনে শহীদ ও আহত পরিবারের পাশে থেকে দৃষ্টান্ত স্থাপন করেছে বসুন্ধরা শুভসংঘ।</span></span></span><span style="font-size:14.0pt"><span style="font-family:"Times New Roman","serif""><span style="color:black">’</span></span></span><span style="font-size:14.0pt"><span style="font-family:SolaimanLipi"><span style="color:black"> এ ছাড়া চট্টগ্রামের বোয়ালখালীতে দুস্থ মানুষের মধ্যে খাদ্য সহায়তা দিয়েছে বসুন্ধরা শুভসংঘ। প্রতিনিধিদের পাঠানো সংবাদে বিস্তারিত</span></span></span><span style="font-size:14.0pt"><span style="font-family:"Times New Roman","serif""><span style="color:black">—</span></span></span></span></span></p> <p><span style="font-size:11pt"><span style="font-family:"Calibri","sans-serif""><strong><span style="font-size:14.0pt"><span style="font-family:SolaimanLipi"><span style="color:black"><img alt="‘শহীদ-আহত পরিবারের পাশে থেকে দৃষ্টান্ত স্থাপন বসুন্ধরা শুভসংঘের’" height="54" src="https://cdn.kalerkantho.com/public/news_images/share/photo/shares/1.Print/2024/11.November/30-11-2024/kk---22a---30--11-2024-3.jpg" style="float:right" width="400" />পাবনা : বৈষম্যবিরোধী</span></span></span></strong><span style="font-size:14.0pt"><span style="font-family:SolaimanLipi"><span style="color:black"> ছাত্র আন্দোলনে শহীদ ও আহত পরিবারের পাশে থেকে মানবতার উজ্জ্বল দৃষ্টান্ত স্থাপন করেছে বসুন্ধরা শুভসংঘ। বর্তমান প্রেক্ষাপটে একজন সুনাগরিকের দায়িত্ব ও কর্তব্য নিয়ে বসুন্ধরা শুভসংঘ পাবনা জেলা শাখার আলোচনাসভায় সহকারী অধ্যাপক এস এম মাহবুব আলম এ কথা বলেন।</span></span></span></span></span></p> <p><span style="font-size:11pt"><span style="font-family:"Calibri","sans-serif""><span style="font-size:14.0pt"><span style="font-family:SolaimanLipi"><span style="color:black">গতকাল শুক্রবার পাবনা মহিলা কলেজের পাশে গোপালপুর মহল্লায় একটি কফি হাউসে বর্তমান প্রেক্ষাপটে একজন সুনাগরিকের দায়িত্ব ও কর্তব্য নিয়ে পাবনা জেলা বসুন্ধরা শুভসংঘের পাবনা জেলা শাখার আয়োজনে আলোচনাসভাটি অনুষ্ঠিত হয়। জেলা বসুন্ধরা শুভসংঘের সহসভাপতি বাবলা ওয়াজেদের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন নাজিরগঞ্জ স্কুল অ্যান্ড কলেজের সহকারী অধ্যাপক এস এম মাহবুব আলম।</span></span></span></span></span></p> <p><span style="font-size:11pt"><span style="font-family:"Calibri","sans-serif""><span style="font-size:14.0pt"><span style="font-family:SolaimanLipi"><span style="color:black">এস এম মাহবুব আলম বলেন, বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে নিহত শহীদ ও  আহত পরিবারের পাশে থেকে মানবতার উজ্জ্বল দৃষ্টান্ত স্থাপন করেছে বসুন্ধরা শুভসংঘ। তিনি আরো বলেন, বসুন্ধরা শুভসংঘ পাবনাসহ সারা দেশে অসহায় দুস্থ মানুষের কল্যাণে কাজ করে যাচ্ছে, যা সারা দেশে প্রশংসা পেয়েছে।</span></span></span></span></span></p> <p><span style="font-size:11pt"><span style="font-family:"Calibri","sans-serif""><span style="font-size:14.0pt"><span style="font-family:SolaimanLipi"><span style="color:black">অনুষ্ঠানে অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন বসুন্ধরা শুভসংঘের কেন্দ্রীয় কমিটির নির্বাহী সদস্য আলী আকবর রাজু, কালের কণ্ঠ পাবনা জেলা প্রতিনিধি প্রবীর সাহা, বসুন্ধরা শুভসংঘের পাবনা জেলা শাখার সাধারণ সম্পাদক শফিকুল ইসলাম শান্ত, আতাইকুলা ডিগ্রি কলেজের সহকারী অধ্যাপক ও বসুন্ধরা শুভসংঘের পাবনা জেলা শাখার সাংঠনিক সম্পাদক রাজু ইসলাম অলি, বসুন্ধরা শুভসংঘের পাবনা জেলা শাখার সাহিত্য ও সাংস্কৃতিক সম্পাদক মারুফ সরদার, সাংস্কৃতিক সম্পাদক নাইম ইসলাম, অন্তর, সাইদুর রহমান আলভী, হামিম সেখা, আঁখি খাতুন, মেঘলা, অথৈ, মিম  প্রমুখ।</span></span></span></span></span></p> <p><span style="font-size:11pt"><span style="font-family:"Calibri","sans-serif""><strong><span style="font-size:14.0pt"><span style="font-family:SolaimanLipi"><span style="color:black">বোয়ালখালী (চট্টগ্রাম) : বোয়ালখালী</span></span></span></strong><span style="font-size:14.0pt"><span style="font-family:SolaimanLipi"><span style="color:black"> উপজেলার সৈয়দপুর গ্রামের মকবুল আহমদ সওদাগরের বাড়িতে বসবাস করেন সাকি আকতার (৩০)। তার পরিবারে একমাত্র কন্যাসন্তান রয়েছে। উপার্জনের মতো কোনো ছেলেসন্তান না থাকায় পরিবারের অর্থনৈতিক অবস্থা অত্যন্ত নাজুক হয়ে পড়েছে। এই দুরবস্থা জানতে পেরে বসুন্ধরা শুভসংঘ এগিয়ে আসে এবং খাদ্য সহায়তা দিয়ে তার পাশে দাঁড়ায়।</span></span></span></span></span></p> <p><span style="font-size:11pt"><span style="font-family:"Calibri","sans-serif""><span style="font-size:14.0pt"><span style="font-family:SolaimanLipi"><span style="color:black">গতকাল শুক্রবার সকালে শুভসংঘের ব্যানারে সাকি আকতারের হাতে খাদ্যসামগ্রী তুলে দেওয়া হয়। খাদ্য সহায়তা পেয়ে আবেগাপ্লুত সাকি আকতার চোখের জল ধরে রাখতে পারেননি এবং শুভসংঘের সংশ্লিষ্ট সরার জন্য আন্তরিক দোয়া করেন। এই মানবিক কার্যক্রমে উপস্থিত ছিলেন বসুন্ধরা শুভসংঘের বোয়ালখালী উপজেলা শাখার সদস্য আফিফ চৌধুরী, মো. মোস্তফা সামি, মো. ইব্রাহিম, মো. মোবারক, মো. মুনকাইছির এবং কালের কণ্ঠের বোয়ালখালী প্রতিনিধি এস এম নাঈম উদ্দীন।</span></span></span></span></span></p> <p style="text-align:left"><span style="font-size:14.0pt"><span style="font-family:SolaimanLipi">সাকি আকতার বলেন, </span></span><span style="font-size:14.0pt"><span style="font-family:"Times New Roman","serif"">‘</span></span><span style="font-size:14.0pt"><span style="font-family:SolaimanLipi">ঘরে রান্না করার মতো কোনো চাল ছিল না। ঠিক এমনই সময় চাল, ডাল, পেঁয়াজ, আলু ও সোয়াবিন তেল নিয়ে বসুন্ধরা শুভসংঘ আমার পাশে এসে দাঁড়িয়েছে।</span></span><span style="font-size:14.0pt"><span style="font-family:"Times New Roman","serif"">’</span></span></p>