<p style="text-align:justify"><span style="font-size:10pt"><span style="font-family:Kantho"><span style="color:black"><span style="font-size:14.0pt"><span style="font-family:SolaimanLipi">মধ্যপ্রাচ্যে স্থায়ী শান্তির জন্য স্বাধীন ফিলিস্তিন রাষ্ট্র প্রতিষ্ঠা জরুরি বলে মনে করেন বাম-প্রগতিশীল নেতারা। তারা বলেছেন, ফিলিস্তিনে অবিলম্বে ইসরায়েলি বাহিনীর গণহত্যা বন্ধ করতে হবে। জেরুজালেমকে রাজধানী ঘোষণা করে জাতিসংঘ স্বীকৃত স্বাধীন ফিলিস্তিন রাষ্ট্র প্রতিষ্ঠা করতে হবে।</span></span></span></span></span></p> <p style="text-align:justify"><span style="font-size:10pt"><span style="font-family:Kantho"><span style="color:black"><span style="font-size:14.0pt"><span style="font-family:SolaimanLipi">গতকাল শুক্রবার জাতীয় প্রেস ক্লাবে ফিলিস্তিনের জনগণের সঙ্গে সংহতির আন্তর্জাতিক দিবস উপলক্ষে সিপিবি আয়োজিত সংহতি সভায় এসব কথা বলেন নেতারা। সিপিবির সভাপতি মোহাম্মদ শাহ আলমের সভাপতিত্বে সভায় প্রধান অতিথি ছিলেন বাংলাদেশে ফিলিস্তিনের রাষ্ট্রদূত ইউসুফ এস ওয়াই রামাদান। সূচনা বক্তব্যে সিপিবির আন্তর্জাতিক বিভাগের প্রধান হাসান তারিক চৌধুরী বলেন, আন্তর্জাতিক আইন ও মানবাধিকার সনদ চরমভাবে লঙ্ঘন করে সাম্রাজ্যবাদের প্রত্যক্ষ মদদে ইসরায়েলি বাহিনী গাজাসহ ফিলিস্তিন ভূখণ্ডে গণহত্যা চালিয়ে যাচ্ছে। যে পশ্চিমা দেশগুলো কথায় কথায় বিশ্বকে মানবাধিকারের সবক দেয়, তারা আজ ফিলিস্তিনের গণহত্যা সম্পর্কে নীরব। আরব লীগ ও ওআইসির মতো আন্তর্জাতিক সংস্থাগুলোও এ বিষয়ে উল্লেখযোগ্য ভূমিকা রাখতে ব্যর্থ। পশ্চিমা বিশ্ব ইউক্রেন-রাশিয়া যুদ্ধ নিয়ে যতটা সরব, গাজায় গণহত্যা নিয়ে ততটাই নীরব। এই সাম্রাজ্যবাদী শক্তিকে রুখে দিয়ে ফিলিস্তিনের জনগণের মুক্তির লড়াইকে এগিয়ে নিতে হবে। </span></span></span></span></span></p> <p style="text-align:justify"><span style="font-size:10pt"><span style="font-family:Kantho"><span style="color:black"><span style="font-size:14.0pt"><span style="font-family:SolaimanLipi">ইউসুফ এস ওয়াই রামাদান বলেন, স্বাধীন বাংলাদেশ আঞ্চলিক ও আন্তর্জাতিকভাবে ফিলিস্তিনের জনগণের প্রতি বিশেষ সমর্থন দিয়ে যাচ্ছে। ১৯৭৩ সালে ফিলিস্তিনের জনগণের কাছে চিকিৎসাসামগ্রী পাঠিয়েছে বাংলাদেশ। ফিলিস্তিনের মানুষ সব সময়ই সংকটের মধ্যে আছে। বাংলাদেশ ফিলিস্তিনের এক অকৃত্রিম বন্ধু।</span></span></span></span></span></p> <p style="text-align:justify"><span style="font-size:10pt"><span style="font-family:Kantho"><span style="color:black"><span style="font-size:14.0pt"><span style="font-family:SolaimanLipi">আরো বক্তব্য দেন সাংবাদিক সোহরাব হাসান, সিপিবির সাধারণ সম্পাদক রুহিন হোসেন প্রিন্স, প্রেসিডিয়াম সদস্য শাহীন রহমান।</span></span></span></span></span></p> <p style="text-align:justify"><span style="font-size:10pt"><span style="font-family:Kantho"><span style="color:black"><span style="font-size:14.0pt"><span style="font-family:SolaimanLipi">এদিকে, আন্তর্জাতিক ফিলিস্তিন দিবস উপলক্ষে </span></span><span style="font-size:14.0pt"><span style="font-family:"Times New Roman","serif"">‘</span></span><span style="font-size:14.0pt"><span style="font-family:SolaimanLipi">মার্চ ফর প্যালেস্টাইন (ফিলিস্তিন)</span></span><span style="font-size:14.0pt"><span style="font-family:"Times New Roman","serif"">’</span></span><span style="font-size:14.0pt"><span style="font-family:SolaimanLipi"> পালন করেছেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা। গতকাল বাংলাদেশ থেকে সংহতি জানিয়ে রাজু ভাস্কর্যের পাদদেশে তারা অবস্থান নেন। এ সময় তারা স্বাধীন ফিলিস্তিন রাষ্ট্রের দাবি জানান।</span></span></span></span></span></p> <p style="text-align:justify"><span style="font-size:10pt"><span style="font-family:Kantho"><span style="color:black"><span style="font-size:14.0pt"><span style="font-family:SolaimanLipi">সমাবেশে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সমন্বয়ক আবু বাকের মজুমদার বলেন, </span></span><span style="font-size:14.0pt"><span style="font-family:"Times New Roman","serif"">‘</span></span><span style="font-size:14.0pt"><span style="font-family:SolaimanLipi">আমরা যখন জুলাইয়ে আন্দোলন শুরু করি তখন প্যালেস্টাইনের মানুষের আকুতি আমাদের স্পিরিট হিসেবে কাজ করেছে। তাই আজকের এই দিনে আমরা প্যালেস্টাইনের মুক্তি চাই।</span></span><span style="font-size:14.0pt"><span style="font-family:"Times New Roman","serif"">’</span></span></span></span></span></p> <p><span style="font-size:14.0pt"><span style="font-family:SolaimanLipi">সমাবেশ শেষে একটি মিছিল বের করা হয়।</span></span></p> <p><img alt="মধ্যপ্রাচ্যে স্থায়ী শান্তির জন্য স্বাধীন ফিলিস্তিন রাষ্ট্র জরুরি" height="600" src="https://cdn.kalerkantho.com/public/news_images/share/photo/shares/1.Print/2024/11.November/30-11-2024/kk--0--30-11-2024----.jpg" width="1000" /></p> <p style="text-align:justify"><span style="font-size:10pt"><span style="font-family:Kantho"><span style="color:black"><span style="font-size:14.0pt"><span style="font-family:"Times New Roman","serif"">‘</span></span><span style="font-size:14.0pt"><span style="font-family:SolaimanLipi">ফিলিস্তিনের জনগণের সঙ্গে আন্তর্জাতিক সংহতি দিবস</span></span><span style="font-size:14.0pt"><span style="font-family:"Times New Roman","serif"">’</span></span><span style="font-size:14.0pt"><span style="font-family:SolaimanLipi"> উপলক্ষে জাতীয় প্রেস ক্লাবে গতকাল সংহতি সভার আয়োজন করে বাংলাদেশের কমিউনিস্ট পার্টি।    <strong>ছবি : কালের কণ্ঠ</strong></span></span></span></span></span></p> <p> </p>