<p style="text-align:left"><span style="font-size:10pt"><span style="font-family:Kantho"><span style="color:black"><span style="font-size:14.0pt"><span style="font-family:SolaimanLipi">ফিলিস্তিন সংকট সমাধানে ইসরায়েলের ওপর চাপ সৃষ্টির জন্য বিশ্ব সম্প্রদায়ের প্রতি আহবান জানিয়েছে বাংলাদেশ। বেলজিয়ামের ব্রাসেলসে ফিলিস্তিন ইস্যুতে দ্বিরাষ্ট্র সমাধান নীতি বাস্তবায়নে গ্লোবাল অ্যালায়েন্সের ব্রাসেলস ফলোআপ বৈঠকে এই আহবান জানানো হয়। গতকাল শুক্রবার পররাষ্ট্র মন্ত্রণালয় থেকে এ তথ্য জানানো হয়।</span></span></span></span></span></p> <p style="text-align:left"><span style="font-size:10pt"><span style="font-family:Kantho"><span style="color:black"><span style="font-size:14.0pt"><span style="font-family:SolaimanLipi">পররাষ্ট্র মন্ত্রণালয় থেকে জানানো হয়, ফিলিস্তিন ইস্যুতে দ্বিরাষ্ট্র সমাধান নীতি বাস্তবায়নের জন্য গ্লোবাল অ্যালায়েন্সের এই বৈঠকে পররাষ্ট্র মন্ত্রণালয়ের মহাপরিচালক (পশ্চিম এশিয়া) শফিকুর রহমানের নেতৃত্বে বাংলাদেশের একটি প্রতিনিধিদল অংশ নেয়। বৈঠকে মহাপরিচালক ১৯৬৭ সালের সীমানার ওপর ভিত্তি করে দুটি সার্বভৌম রাষ্ট্র প্রতিষ্ঠার প্রয়োজনীয়তার ওপর জোর দেন। তিনি রাজনৈতিক, নিরাপত্তা এবং জবাবদিহির পরিপ্রেক্ষিতে বাস্তব পদক্ষেপগুলো খুঁজে বের করার জন্য গ্লোবাল অ্যালায়েন্সের উদ্যোগের প্রশংসা করেন। এই এজেন্ডা বাস্তবায়নে বহুপক্ষীয় কূটনৈতিক উদ্যোগ নিতে বিশ্ব নেতাদের প্রতি আহবান জানান।</span></span></span></span></span></p> <p style="text-align:left"><span style="font-size:10pt"><span style="font-family:Kantho"><span style="color:black"><span style="font-size:14.0pt"><span style="font-family:SolaimanLipi">পররাষ্ট্র মন্ত্রণালয় থেকে আরো জানানো হয়, ফিলিস্তিনের সার্বভৌমত্ব ও আত্মনিয়ন্ত্রণকে বৈধতা ও ক্ষমতায়নের দিকে একটি গুরুত্বপূর্ণ পদক্ষেপ হিসেবে নিশ্চিত করে বাংলাদেশ প্রতিনিধিদল অংশগ্রহণকারী সদস্য দেশগুলোকে ফিলিস্তিন রাষ্ট্রের আনুষ্ঠানিক স্বীকৃতি ত্বরান্বিত করার আহবান জানায়। প্রতিনিধিদল ফিলিস্তিনে অবৈধ বসতি স্থাপন কার্যক্রম বন্ধ এবং অসলো চুক্তির বাধ্যবাধকতা পূরণের জন্য ইসরায়েলের ওপর চাপ সৃষ্টির জন্য বিশ্ব সম্প্রদায়ের প্রতিও আহবান জানিয়েছে। </span></span></span></span></span></p> <p style="text-align:left"><span style="font-size:14.0pt"><span style="font-family:SolaimanLipi">প্রতিনিধিদল ইউরোপীয় ইউনিয়নের সদস্য দেশগুলোকে জাতিসংঘ নিরাপত্তা পরিষদের স্থায়ী সদস্যদের দ্বারা যেকোনো ভেটোকে নিরুৎসাহ করতে তাদের প্রভাবকে কাজে লাগানোর আহবান জানায়, যা গাজা যুদ্ধের স্থায়ী যুদ্ধবিরতি ও শান্তি উদ্যোগ গ্রহণ করতে পারে। প্রতিনিধিদল দীর্ঘস্থায়ী সংঘাত সমাধানে ন্যায়বিচার, ন্যায়পরায়ণতা এবং আন্তর্জাতিক আইন সমুন্নত রাখার অটল প্রতিশ্রুতি এবং ফিলিস্তিনি জনগণের সঙ্গে বাংলাদেশের স্থায়ী সংহতি ও দ্বিরাষ্ট্রীয় সমাধানের জন্য সুদৃঢ় সমর্থনকে পুনর্ব্যক্ত করেছে।</span></span></p> <p style="text-align:left"> </p> <p style="text-align:left"> </p>