<p><span style="font-size:11pt"><span style="font-family:"Calibri","sans-serif""><span style="font-size:14.0pt"><span style="font-family:SolaimanLipi">মামলার বোঝা কাঁধে নিয়ে সরকারি কৌঁসুলি হিসেবে দায়িত্ব নিতে চলেছেন যশোরের কয়েকজন আইনজীবী। আওয়ামী লীগ সরকারের আমলে বিরোধী দল করায় তাঁদের বিরুদ্ধে </span></span><span style="font-size:14.0pt"><span style="font-family:"Times New Roman","serif"">‘</span></span><span style="font-size:14.0pt"><span style="font-family:SolaimanLipi">গায়েবি মামলা</span></span><span style="font-size:14.0pt"><span style="font-family:"Times New Roman","serif"">’</span></span><span style="font-size:14.0pt"><span style="font-family:SolaimanLipi"> করা হয় বলে অভিযোগ।</span></span></span></span></p> <p><span style="font-size:11pt"><span style="font-family:"Calibri","sans-serif""><span style="font-size:14.0pt"><span style="font-family:SolaimanLipi">গত ২১ নভেম্বর আইন, বিচার ও সংসদ বিষয়ক মন্ত্রণালয়ের সলিসিটর অনু বিভাগের উপ-সলিসিটর (জিপি-পিপি) সানা মো. মাহরুফ হোসাইন স্বাক্ষরিত যশোর জেলা ম্যাজিস্ট্রেটের কাছে পাঠানো এক পত্রে ৬০ জনের বেশি নতুন কৌঁসুলি নিয়োগ দেওয়া হয়। একই পত্রে আগে নিযুক্ত কৌঁসুলিদের নিয়োগ বাতিল করা হয়, যাঁরা আওয়ামী লীগ সরকারের আমলে নিয়োগ পেয়েছিলেন।</span></span></span></span></p> <p><span style="font-size:11pt"><span style="font-family:"Calibri","sans-serif""><span style="font-size:14.0pt"><span style="font-family:SolaimanLipi">নবনিযুক্তি সরকারি কৌঁসুলিদের প্রায় সবাই বিএনপি ও জামায়াতে ইসলামী সমর্থিত। কেউ কেউ সাংগঠনিকভাবে রাজনৈতিক দলের সঙ্গে যুক্ত। যারা সরাসরি রাজনীতি করেন তাঁদের বিরুদ্ধে মামলা রয়েছে। নাশকতার অভিযোগে রুজু করা এসব মামলা রাজনৈতিক অঙ্গনে </span></span><span style="font-size:14.0pt"><span style="font-family:"Times New Roman","serif"">‘</span></span><span style="font-size:14.0pt"><span style="font-family:SolaimanLipi">গায়েবি মামলা</span></span><span style="font-size:14.0pt"><span style="font-family:"Times New Roman","serif"">’ </span><span style="font-family:SolaimanLipi">হিসেবে পরিচিত।</span></span></span></span></p> <p><span style="font-size:11pt"><span style="font-family:"Calibri","sans-serif""><span style="font-size:14.0pt"><span style="font-family:SolaimanLipi">যশোরে পাবলিক প্রসিকিউটর (পিপি) হয়েছেন জেলা বিএনপির সদস্যসচিব সৈয়দ সাবেরুল হক সাবু। তাঁর নামে ঠিক কতগুলো মামলা আছে তা তিনি নিজেও সুনির্দিষ্ট করে বলতে পারেননি। জানান, ৫৮ থেকে ৬০টি মামলা থাকতে পারে।</span></span></span></span></p> <p><span style="font-size:11pt"><span style="font-family:"Calibri","sans-serif""><span style="font-size:14.0pt"><span style="font-family:SolaimanLipi">যশোর জেলা বিএনপির প্রচার সম্পাদক হাজি আনিছুর রহমান মুকুলকে সহকারী পাবলিক প্রসিকিউটর (এপিপি) হিসেবে নিযুক্ত করা হয়েছে। তাঁর বিরুদ্ধে রয়েছে ২৭টি মামলা। তিনি বলেন, মামলাগুলোর সবই নাশকতার অভিযোগে পতিত সরকারের সময় করা।</span></span></span></span></p> <p><span style="font-size:11pt"><span style="font-family:"Calibri","sans-serif""><span style="font-size:14.0pt"><span style="font-family:SolaimanLipi">আরেক এপিপি জুলফিকার আলীর নামে পাঁচটি মামলা ছিল। দুটি নিষ্পত্তি হওয়ার পর এখন মামলার সংখ্যা দাঁড়িয়েছে তিনটিতে। এর মধ্যে দুটি নাশকতার, একটি হত্যার অভিযোগে মামলা। জুলফিকার আলী কালের কণ্ঠকে বলেন, </span></span><span style="font-size:14.0pt"><span style="font-family:"Times New Roman","serif"">‘</span></span><span style="font-size:14.0pt"><span style="font-family:SolaimanLipi">পৌরসভার ৭ নম্বর ওয়ার্ড কাউন্সিলর থাকা অবস্থায় আমার এলাকায় একটি ছেলে ছিনতাই করতে গিয়ে গণপিটুনিতে নিহত হয়। আমি বিরোধী দলের লোক হওয়ায় সেই মামলায় আমাকে আসামি করে দেয় পুলিশ ও আওয়ামী লীগ নেতারা।</span></span><span style="font-size:14.0pt"><span style="font-family:"Times New Roman","serif"">’</span></span></span></span></p> <p><span style="font-size:11pt"><span style="font-family:"Calibri","sans-serif""><span style="font-size:14.0pt"><span style="font-family:SolaimanLipi">অতিরিক্ত পাবলিক প্রসিকিউটর হিসেবে সদ্য নিয়োগ পেয়েছেন সদরের বসুন্দিয়া ইউনিয়ন বিএনপি নেতা এম নুরুজ্জামান খান। তাঁর বিরুদ্ধে রয়েছে আটটি মামলা। কালের কণ্ঠকে তিনি বলেন, দীর্ঘ সাড়ে ১৫ বছরের দুঃশাসনের সময় সরকারি প্রভাবে এসব </span></span><span style="font-size:14.0pt"><span style="font-family:"Times New Roman","serif"">‘</span></span><span style="font-size:14.0pt"><span style="font-family:SolaimanLipi">গায়েবি মামলা</span></span><span style="font-size:14.0pt"><span style="font-family:"Times New Roman","serif"">’</span></span><span style="font-size:14.0pt"><span style="font-family:SolaimanLipi"> হয়েছে।</span></span></span></span></p> <p><span style="font-size:11pt"><span style="font-family:"Calibri","sans-serif""><span style="font-size:14.0pt"><span style="font-family:SolaimanLipi">নবনিযুক্ত সরকারি কৌঁসুলিরা আগামী ১ ডিসেম্বর কাজে যোগ দিতে চলেছেন বলে জানান পিপি সৈয়দ সাবেরুল হক সাবু। তিনি কালের কণ্ঠকে বলেন, </span></span><span style="font-size:14.0pt"><span style="font-family:"Times New Roman","serif"">‘</span></span><span style="font-size:14.0pt"><span style="font-family:SolaimanLipi">গায়েবি মামলাগুলো সরকারিভাবে দ্রুত নিষ্পত্তির উদ্যোগ নেওয়া হয়েছে। আশা করি, দ্রুতই এগুলো প্রত্যাহার হয়ে যাবে।</span></span><span style="font-size:14.0pt"><span style="font-family:"Times New Roman","serif"">’</span></span></span></span></p> <p><span style="font-size:11pt"><span style="font-family:"Calibri","sans-serif""><span style="font-size:14.0pt"><span style="font-family:SolaimanLipi">যেদিন তাঁদের নিয়োগ দেওয়ার পত্র ইস্যু করা হয় তার পর প্রথম কার্যদিবসেও একটি মামলায় আসামি হিসেবে আদালতে হাজির হতে হয়েছে অ্যাডভোকেট সাবুকে। তিনি বলেন, মামলাবাজির এমন ঘটনা যাতে সামনের দিনগুলোতে না হয়, তিনি দায়িত্ব নেওয়ার পর সেদিকে নজর রাখবেন।</span></span></span></span></p>