<p><span style="font-size:11pt"><span style="font-family:"Calibri","sans-serif""><span style="font-size:14.0pt"><span style="font-family:SolaimanLipi">গাজীপুরের কালিয়াকৈরের চন্দ্রা এলাকার মাহমুদ জিন্স কারখানার শ্রমিকরা বকেয়া বেতনের দাবিতে বৃহস্পতিবার সকাল থেকে দিনভর ঢাকা-টাঙ্গাইল মহাসড়ক অবরোধ করে বিক্ষোভ করেছে। মহাসড়ক অবরোধের ফলে সড়কের চন্দ্রা এলাকার দুই পাশে প্রায় ৩০ কিলোমিটার সড়কে যানবাহন চলাচল বন্ধ হয়ে দীর্ঘ যানজটের সৃষ্টি হয়। এতে যাত্রী-পথচারীদের চরম দুর্ভোগ পোহাতে হয়।  </span></span></span></span></p> <p><span style="font-size:11pt"><span style="font-family:"Calibri","sans-serif""><span style="font-size:14.0pt"><span style="font-family:SolaimanLipi">খবর পেয়ে পুলিশ ও সেনাবাহিনী ঘটনাস্থলে এসে শ্রমিকদের বোঝানোর চেষ্টা করলেও তারা মহাসড়ক থেকে সরেনি। এতে অফিসগামী কর্মকর্তা-কর্মচারী ও স্কুল-কলেজপড়ুয়া শিক্ষার্থীরা  গন্তব্যস্থলে পৌঁছাতে পারেনি। এদিকে মালিকপক্ষের লোকজন শ্রমিকদের সঙ্গে কথা বলতে এলে শ্রমিকরা কারখানার সহকারী পরিচালক রাফি মাহমুদসহ কয়েকজনকে বেদম পেটায়। </span></span></span></span></p> <p><span style="font-size:11pt"><span style="font-family:"Calibri","sans-serif""><span style="font-size:14.0pt"><span style="font-family:SolaimanLipi">শ্রমিক ও পুলিশ সূত্রে জানা যায়, কালিয়াকৈরের চন্দ্রা এলাকার মাহমুদ জিন্স কারখানাটিতে গত ৯ অক্টোবর স্থায়ীভাবে উৎপাদন বন্ধ হয়ে যায়। দুই মাসের বেতন ও সেটলমেন্ট বোনাস ২৮ নভেম্বর পরিশোধ করার কথা ছিল। সকালে শ্রমিকরা পাওনা টাকা নিতে এসে দেখে কারখানা কর্তৃপক্ষ টাকা দিতে পারবে না বলে মূল ফটকে নোটিশ টাঙিয়ে রেখেছে। নোটিশ দেখে প্রায় ৭০০ শ্রমিক ক্ষিপ্ত হয়ে কারখানার মূল ফটকে জড়ো হয়ে বিক্ষোভ করতে থাকে। এক পর্যায়ে শ্রমিকরা কারখানার পাশে ঢাকা-টাঙ্গাইল মহাসড়কে অবস্থান নিয়ে বিক্ষোভ করে। পরে রাত সাড়ে ৮টার দিকে যৌথ বাহিনীর সদস্যরা শ্রমিকদের ধাওয়া করে মহাসড়ক থেকে ছত্রভঙ্গ করে দেন। এ সময় শ্রমিকরা যৌথ বাহিনীর সদস্যদের লক্ষ্য করে ইটপাটকেল নিক্ষেপ করে। যৌথ বাহিনীর সদস্যরা শ্রমিকদের লক্ষ্য করে সাউন্ড গ্রেনেড ছোড়েন। এতে শ্রমিকরা সড়ক থেকে সরে গেলে সড়কে যান চলাচল শুরু হতে থাকে। উল্লেখ্য, সকাল সাড়ে ৮টা থেকে চন্দ্রা এলাকার মাহমুদ জিন্স কারখানার শ্রমিকরা বকেয়া বেতনের দাবিতে সড়ক অবরোধ করে দিনভর বিক্ষোভ করে।</span></span></span></span></p>