<p style="text-align:left"><span style="font-size:10pt"><span style="font-family:Kantho"><span style="color:black"><span style="font-size:14.0pt"><span style="font-family:SolaimanLipi">মুন্সীগঞ্জের সিরাজদিখান উপজেলার কুচিয়ামোড়ায় বসুন্ধরা সিমেন্টের ডিলার পয়েন্ট উদ্বোধন করা হয়েছে। গতকাল শনিবার বিকেলে কুচিয়ামোড়ার বড়বর্তা বাজারে হাজী নাছির উদ্দিন মার্কেটে ফিতা কেটে ডিলার পয়েন্টের উদ্বোধন করেন বসুন্ধরা সিমেন্ট ইউনিটের চিফ সেলস অফিসার শাহ জামাল সিকদার। এরপর দোয়া ও মোনাজাতের মধ্য দিয়ে উদ্বোধন হয় বসুন্ধরা সিমেন্টের ডিলার তিন ভাই ট্রেডার্সের কার্যালয়। এ সময় সেখানে বিভিন্ন কম্পানির কনস্ট্রাকশন ইঞ্জিনিয়ার, বিল্ডিং নির্মাণের ঠিকাদার এবং খুচরা সিমেন্ট বিক্রেতারা উপস্থিত ছিলেন। </span></span></span></span></span></p> <p style="text-align:left"><span style="font-size:10pt"><span style="font-family:Kantho"><span style="color:black"><span style="font-size:14.0pt"><span style="font-family:SolaimanLipi">এ সময় তাদের উদ্দেশে ডিলার পয়েন্টের স্বত্বাধিকারী মো. মাসুদ রানা বলেন, </span></span><span style="font-size:14.0pt"><span style="font-family:"Times New Roman","serif"">‘</span></span><span style="font-size:14.0pt"><span style="font-family:SolaimanLipi">জার্মান প্রযুক্তিতে তৈরি সবচেয়ে শক্তিশালী বসুন্ধরা সিমেন্টের গুণগত মান অনেক ভালো।</span></span><span style="font-size:14.0pt"><span style="font-family:"Times New Roman","serif"">’</span></span><span style="font-size:14.0pt"><span style="font-family:SolaimanLipi"> তাই যেকোনো নির্মাণে বসুন্ধরা সিমেন্ট ব্যবহার করার পরামর্শ দেন তিনি। সব শেষে তিন ভাই ট্রেডার্সের স্বত্বাধিকারী মো. মাসুদ রানা বসুন্ধরা সিমেন্টের কর্মকর্তাদের ফুল দিয়ে শুভেচ্ছা জানান। এ সময় সেলস ডিপার্টমেন্টের জেনারেল ম্যানেজার মো. আশরাফুল ইসলাম ও সহকারী জেনারেল ম্যানেজার খায়রুল ইসলাম মজনুসহ স্থানীয় আরো অনেকে উপস্থিত ছিলেন।</span></span></span></span></span></p>