<p>প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়ের উপদেষ্টা অধ্যাপক ডা. বিধান রঞ্জন রায় পোদ্দার বলেছেন, ‘মানবজাতি যা সৃষ্টি করেছে তা সব কিছুই কালচার। তা হতে পারে এক ধরনের দৃশ্যমান বস্তু, হতে পারে আমাদের কোনো বিশ্বাস। প্রকৃতি প্রদত্ত যা হয় তাই কালচার। আর শিক্ষা মানেই কালচারকে আয়ত্ত করা।’ গতকাল শুক্রবার ময়মনসিংহের টাউন হল অ্যাডভোকেট তারেক স্মৃতি মিলনায়তনে দিনব্যাপী অনুষ্ঠিত ইউরোপিয়ান আর্ট হাউস সিনেমা ডে এর নবম আসরে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।</p> <p>এ সময় বিভাগীয় কমিশনার মোখতার আহমেদের সভাপতিত্বে আলোচনায় আরো বক্তব্য দেন বাংলাদেশে ফ্রান্সের রাষ্ট্রদূত মেরি মাসদুপুই, ইউনেসকোর বাংলাদেশের প্রধান ড. সুসান ভাইজ, রেঞ্জ ডিআইজি ড. মো. আশরাফুর রহমান প্রমুখ।</p> <p> </p>