<p><span style="font-size:11pt"><span style="font-family:"Calibri","sans-serif""><span style="font-size:14.0pt"><span style="font-family:SolaimanLipi">ঢাকা বিশ্ববিদ্যালয়ের (ঢাবি) আন্ডার গ্র্যাজুয়েট প্রগ্রাম ২০২৪-২৫ সেশনে ভর্তি আবেদনের সময়সীমা দুই দিন বেড়েছে। কারিগরি বিঘ্ন ঘটার কারণে এক দিন ভর্তির আবেদন প্রক্রিয়া বন্ধ থাকায় দুই দিন সময় বাড়ানো হয়েছে। বিষয়টি অনলাইন ভর্তি কমিটির আহ্বায়ক অধ্যাপক মোস্তাফিজুর রহমান নিশ্চিত করেছেন। মোস্তাফিজুর রহমান বলেন, </span></span><span style="font-size:14.0pt"><span style="font-family:"Times New Roman","serif"">‘</span></span><span style="font-size:14.0pt"><span style="font-family:SolaimanLipi">এখন পর্যন্ত মোট আবেদন জমা পড়েছে দুই লাখ ৫৬ হাজার ৪৯৬টি। সিস্টেমের এ সমস্যা ২০২০ সালেও একবার হয়েছিল। শিক্ষার্থীদের ভোগান্তির কথা চিন্তা করে আমরা ভর্তির আবেদন দুই দিন বাড়িয়েছি। শিক্ষার্থীরা ২৭ তারিখ রাত ১১টা ৫৯ মিনিট পর্যন্ত আবেদন করতে পারবেন।</span></span><span style="font-size:14.0pt"><span style="font-family:"Times New Roman","serif"">’</span></span><span style="font-size:14.0pt"><span style="font-family:SolaimanLipi"> উল্লেখ্য, ঢাবিতে গত ৪ নভেম্বর থেকে অনলাইন ভর্তি আবেদন শুরু হয়। এই আবেদন প্রক্রিয়া ২৫ নভেম্বর পর্যন্ত চলার কথা ছিল।</span></span></span></span></p>