<p><span style="font-size:11pt"><span style="font-family:"Calibri","sans-serif""><span style="font-size:14.0pt"><span style="font-family:SolaimanLipi">নতুন শিক্ষাক্রম থেকে ফিরে আসার পর এ বছর থেকেই প্রাথমিক ও মাধ্যমিকে আগের মতো বার্ষিক পরীক্ষা হচ্ছে। তবে প্রাথমিকের বার্ষিক পরীক্ষার মূল্যায়ন চার স্তরে করার সিদ্ধান্ত নিয়েছে প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়। আর আগামী বছর থেকে পঞ্চম শ্রেণি শেষে আগের মতোই প্রাথমিকের বৃত্তি পরীক্ষা নেওয়া হবে।</span></span></span></span></p> <p><span style="font-size:11pt"><span style="font-family:"Calibri","sans-serif""><span style="font-size:14.0pt"><span style="font-family:SolaimanLipi">প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয় সূত্র জানায়, শিক্ষার্থীদের মূল্যায়নে চারটি স্তর নির্ধারণ করা হয়েছে। এর মধ্যে ৩৯ নম্বর পর্যন্ত </span></span><span style="font-size:14.0pt"><span style="font-family:"Times New Roman","serif"">‘</span></span><span style="font-size:14.0pt"><span style="font-family:SolaimanLipi">সহায়তা প্রয়োজন</span></span><span style="font-size:14.0pt"><span style="font-family:"Times New Roman","serif"">’</span></span><span style="font-size:14.0pt"><span style="font-family:SolaimanLipi">, ৪০ থেকে ৫৯ পর্যন্ত সন্তোষজনক, ৬০ থেকে ৭৯ পর্যন্ত </span></span><span style="font-size:14.0pt"><span style="font-family:"Times New Roman","serif"">‘</span></span><span style="font-size:14.0pt"><span style="font-family:SolaimanLipi">উত্তম</span></span><span style="font-size:14.0pt"><span style="font-family:"Times New Roman","serif"">’</span></span><span style="font-size:14.0pt"><span style="font-family:SolaimanLipi"> এবং ৮০ থেকে ১০০ নম্বর পর্যন্ত </span></span><span style="font-size:14.0pt"><span style="font-family:"Times New Roman","serif"">‘</span></span><span style="font-size:14.0pt"><span style="font-family:SolaimanLipi">অতি উত্তম</span></span><span style="font-size:14.0pt"><span style="font-family:"Times New Roman","serif"">’</span></span><span style="font-size:14.0pt"><span style="font-family:SolaimanLipi"> স্তর। </span></span></span></span></p> <p><span style="font-size:11pt"><span style="font-family:"Calibri","sans-serif""><span style="font-size:14.0pt"><span style="font-family:SolaimanLipi">সূত্র জানায়, ২০২৬ সাল থেকে বৃত্তি পরীক্ষা আবার শুরু হচ্ছে। প্রাথমিক পর্যায়ে চলতি বছর থেকেই বার্ষিক পরীক্ষা নেওয়া হবে। ২ ডিসেম্বর থেকে এ পরীক্ষা নিতে বলা হয়েছে স্কুলগুলোকে।  প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়ের সচিব ফরিদ আহাম্মদ বলেন, </span></span><span style="font-size:14.0pt"><span style="font-family:"Times New Roman","serif"">‘</span></span><span style="font-size:14.0pt"><span style="font-family:SolaimanLipi">শিক্ষার্থীদের নম্বরের ওপর ভিত্তি করে চার স্তরে মূল্যায়ন করা হবে। এ ব্যাপারটি আমরা অনুমোদন করেছি। এ ছাড়া আগামী বছর থেকে পুরোপুরি আমরা আগের শিক্ষাক্রমে ফিরছি। তাই আগামী বছর থেকেই আমরা আবার আগের মতো পঞ্চম শ্রেণির বৃত্তি পরীক্ষায়ও ফিরব। তবে এ বছর কোনো বৃত্তি পরীক্ষা হচ্ছে না।</span></span><span style="font-size:14.0pt"><span style="font-family:"Times New Roman","serif"">’</span></span></span></span></p> <p><span style="font-size:11pt"><span style="font-family:"Calibri","sans-serif""><span style="font-size:14.0pt"><span style="font-family:SolaimanLipi">প্রসঙ্গত, ২০০৯ সাল থেকে প্রাথমিক শিক্ষা সমাপনী (পিইসি) পরীক্ষা চালুর পর পৃথকভাবে পরীক্ষা নিয়ে বৃত্তি দেওয়ার পদ্ধতি বাতিল করা হয়। এ পরীক্ষায় উত্তীর্ণদের মধ্যে থেকে ফলাফলের ভিত্তিতে শিক্ষার্থীরা বৃত্তি পেত। তবে করোনাভাইরাস মহামারির কারণে ২০২০ সাল থেকে পিইসি পরীক্ষা নেওয়া হয়নি। ফলে ২০২০ ও ২০২১ সালে বৃত্তিও দেওয়া হয়নি। পরে ২০২২ সাল থেকে স্থায়ীভাবে পিইসি পরীক্ষা বাতিল করা হয়। সে বছর সংক্ষিপ্ত সিলেবাসে পরীক্ষার মাধ্যমে বৃত্তি দেওয়া হয়। তবে ২০২৩ সাল থেকে নতুন শিক্ষাক্রম চালু হয়। এরপর ওই বছরের ৮ আগস্ট প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়ে আন্ত মন্ত্রণালয়ের এক সভায় বৃত্তি পরীক্ষা স্থায়ীভাবে বাতিলের সিদ্ধান্ত হয়।</span></span></span></span></p>