<p style="text-align:left"><span style="font-size:10pt"><span style="font-family:Kantho"><span style="color:black"><span style="font-size:14.0pt"><span style="font-family:SolaimanLipi">বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে হামলার অভিযোগে চট্টগ্রামের কোতোয়ালি থানায় দায়ের হওয়া মামলায় আসামি কফিল উদ্দিন। আওয়ামী লীগ সরকারের আমালে যুবলীগসহ অঙ্গসংগঠনের মিছিলে  যেতেন তিনি। নিজেকে পরিচয় দিতেন যুবলীগকর্মী হিসেবে। সেই কফিল উদ্দিন বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন চলাকালে চট্টগ্রামে হামলা, হামলার পরিকল্পনা ও হামলার নির্দেশ দেওয়ার অভিযোগ এনে শেখ হাসিনাসহ ১৮৭ জনের বিরুদ্ধে আদালতে মামলা করেছেন। গত সোমবার চট্টগ্রাম মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট জুয়েল দেবের আদালতে মামলাটি দায়ের করেন কফিল উদ্দিন। আদালত বাদীর বক্তব্য শুনে পুলিশ ব্যুরো অব ইনভেস্টিগেশনকে (পিবিআই) তদন্তের নির্দেশ দিয়েছেন। জানা যায়, কফিল উদ্দিনের বিরুদ্ধে কোতোয়ালি থানায় অস্ত্র, মাদকসহ তিনটি মামলা রয়েছে এবং আনোয়ারা থানায় সাধারণ ডায়েরি রয়েছে। গ্রেপ্তার হয়ে একাধিকবার কারাগারেও গেছেন। এ ছাড়া ছাত্র আন্দোলনে হামলার অভিযোগে ১০ নভেম্বর কোতোয়ালি থানায় ২৭৮ জনকে আসামি করে দায়েরকৃত মামলায় কফিলকে ২৩ নম্বর আসামি করা হয়েছে। সেই মামলায় প্রধান আসামি করা হয়েছে সাবেক শিক্ষামন্ত্রী নওফেলকে। </span></span></span></span></span></p>